ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
স্যালুট করা বিদ'আত
বিদ'আত কাকে বলে?
عن أمِّ المؤمنين أم عبدالله عائشةَ رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رَدٌّ))؛ [رواه البخاري ومسلم]، وفي رواية لمسلم: ((من عمِل عملًا ليس عليه أمرنا فهو رَدٌّ)).
মর্মার্থ-
দ্বীনে ইসলামে নতুন কিছু আবিস্কার করা,সংযোজিত করার নামই হল বিদআত।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
সম্মান দেখানোর জন্য যেখানে নবী রাসূলকে স্যালুট করার কোনো নিয়ম ইসলামে নাই,এমনকি যেখানে স্যালুট বিষয়টাও ইসলামে সমর্থনযোগ্য নয়,সেখানে পরস্পর পরস্পরকে বা পতাকাকে স্যালুট করা কিভাবে অনুমোদনযোগ্য হতে পারে!!!