আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ মুহতারাম উস্তায।একটি মধুর অথচ বিড়ম্বনার বিষয়ে জানতে চাচ্ছিলাম!
আমার স্ত্রী নিজের বেশকিছু বদ-গুণ সমূহকে দূর করতে চায়,নিজেকে পরিশুদ্ধ করতে চায় প্রতিনিয়ত।আমি বিভিন্ন ইসলাহী-আত্মশুদ্ধিমূলক বই তাকে কিনে দিয়েছি।তন্মধ্যে পরিশুদ্ধির জন্য হাকীমুল উম্মত আশরাফ আলী থানভি রহ. , মুফতি শফি রহ. , ইবনে তাইমিয়্যা রহ. , মুফতি শফি রহ. , মুফতি তাকি উসমানি হাফিযাহুল্লাহ প্রমুখগণের বই উল্লেখযোগ্য।সে এসব পড়ে আলহামদুলিল্লাহ অনেকটা উন্নতি করেছে!কিন্তু প্রায়ই দেখা যায় দশদিন ভালো থেকে একদিন হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারেনি কোনো বিষয়ে।তখন ডিপ্রেসড এবং হতাশায় ভুগে!যদিও আমার উৎসাহ এবং প্ররোচনায় আবার শুরু করে।তার এই নিজেকে পরিশুদ্ধ করার পরিশ্রম এবং ফলাফল সত্যিই প্রশংসনীয়।এখন তার ধারণা হয়েছে যে,একজন দক্ষ লোকের সোহবত তার প্রয়োজন!তার মতে আমি তাকে শিক্ষা দিলে+বোঝালে+বললে সে বেশি উপকৃত হয়!সে আমার কাছে বাইআত হতে চায়।বাইআত নিয়ে আমার কাজ হবে,তাকে ইসলাহী বয়ান,খুতুবাত গুলো পড়ে তাকে নসীহা এবং পরামর্শ দেয়া।আমি যদিও অনেক বুঝিয়েছি যে আমি বেআমল,আমার ইলম অনেক ক্ষুদ্র।কিন্তু তার কথা হচ্ছে,আমার কিছু বিষয়ে তার চেয়ে ভালো কন্ট্রোল রয়েছে।সে এখন বাইআত হয়ে আমার কাছ থেকে সেগুলো আয়ত্তে আনবে(তার মতে,একসাথে ঘরসংসার করে সম্ভব হইতেসেনা!আমারে পীর বানাইতে পারলে তার কাজ হবে!!)।তার আরেকটি যুক্তি হচ্ছে,এতে করে আমার নিজের ও আরও পরিশুদ্ধ হওয়া সহজ হবে।তাকে পরিশুদ্ধ করতে গিয়ে আমিও পরিশুদ্ধ হবো।
উল্লেখ,আমার স্ত্রী দ্বীনদারিতায় আমার চেয়ে উঁচু দরজার মাশাআল্লাহ।আল্লাহ তার নেক মনোবাঞ্ছা গুলো পূরণ করে দিক।আমিন।
প্রশ্ন-১।আমি তাকে অন্য কী উপায়ে বুঝাবো যে আমি এর যোগ্য নয়?আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা বেশি!
অথবা,
প্রশ্ন-২।আমি কি তার আবদার রাখতে রাজী হতে পারি?কিছু ভালো কাজের প্রতি নিষ্ঠাবান ও নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টার জন্য প্রতিজ্ঞাবদ্ধ(বাইআত) হতে পারি?আমার ওয়াজ-নসিহতে যদি আসলেই সে তার আশানুরূপ উন্নতি করে তাহলে বিষয়টা মন্দ ছিলোনা!আমি কি উল্লেখিত বইসমূহ পড়ে তাকে ইসলাহের ওয়াজ-নসীহত করতে পারবো?
প্রশ্নগুলো ফিকহি মাসআলার প্রশ্ন নয়।তাই দুঃখিত!তবুও আপনাদের ছাড়া অন্য কাউকে পাচ্ছিনা পরামর্শের জন্য।