- ১ আরবী কিতাব ও কুরআন বুঝার জন্য কুরআনিক আরবী ও সাধারন আরবী দুটিই কি জরুরী ? যদি কোন একটি শিখি তাহলে দুটোর কাজ কি হয়ে যাবে। সাধারণ আরবী শিখার জন্য ভালো কিছু কোর্স এর নাম
২ কিছু কিছু আলিয়া মাদ্রাসা আছে যেগুলোতে ছেলে ও মেয়েদের একই ক্লাসে বসে এক পাশে ও অন্য পাশে মেয়ে এভাবে বেঞ্চ ভাগ করা থাকে আর একটা ভিডিওতে দেখলাম তাদেরকে এক সাথে বসিয়ে গল্পঃ বলা হচ্ছে এই ধরনের মাদ্রাসায় পড়া যাবে কি
৩ এমন কিছু বই এর নাম জানতে চাই (আরবী ইংরেজি ও বাংলায়) যেগুলো পরে ইসলামের সকল আহকাম ও সেগুলো কিভাবে করতে হবে সে সম্পর্কে জানতে পারব, আকিদা,সমস্ত হারাম ও কবীরা গুনাহ, সুন্নাত ও নফল ইবাদত, সব বিষয়ে মাসআলা, ইসলামের ইত্যাদি সমস্ত বিষয়ে।এক বিষয়ে একের অধিক বই থাকলে সমস্যা নেই। সময় নিয়ে হলেও সমস্ত বিষয়ের বই সম্পর্কে জানাবেন
৪ রেইন ড্রপ মিডিয়া এর বিভিন্ন সিরিজ ও সীরাহ গুলো কেমন