আমি একজন সিএনসি ডিজাইনার, খুব ভালোভাবে ট্রেনিং করে অনেক সময় নিয়ে কাজটা শিখেছি, মোটামুটি বলতে পারেন এমন অভিজ্ঞতা অনেকজন অনেক টাইম এও করতে পারে না,
তো এখন আমি চাকরি নেওয়ার সময় বলেছি যে আমি এর আগেও অন্যত্র কাজ করেছি, কারণ নতুনদের কেউ নিতে চায়না অভিজ্ঞতা কম বা কাজ পারবে কি না তাই ভেবে, এই মিথ্যা কথাটা বলে চাকরি নিয়েছি
কিন্তু এখানে এসে আমার কাজ দেখে তারা সন্তুষ্ট,
তাহলে এখন কি আমার ইনকামটা হারাম হবে ঐ মিথ্যার কারণে,
নাকি হালাল হবে যেহেতু তারা আমার কাজে সন্তুষ্ট, তাদের আমার কাজ পছন্দ না হলে তারা আমাকে কাজে রাখতো না...