আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারোকাতুহ।
আমার বিয়ে হয় ১৪.০৪.১৮ তে। পরে আমার মেয়ে সন্তান হয় ১৬.০৭.১৯ এ আলহামদুলিল্লাহ।
বিয়ের কিছুদিন পর থেকে সংসারে নানারকমভাবে আমাকে মানুষিক ও শারীরিক নির্যাতন করা হয়।বাচ্চা হওয়ার পর তা আরো বেড়ে যায়।আর আমার বাবার বাড়ির কেউ তাদের বাড়িতে গেলেই অপমান করত অশ্লীল কথার দ্বারা।আর আমাকেও বাবার বাড়ি আসতে দিত না,কোন যোগাযোগও করতে দিত না।পরে একসময় আমার বাবার বাড়ির লোক গিয়ে আমাকে সন্তানসহ নিয়ে আসেন ২০.১০.১৯ এ।তখন থেকে এখন অবধি আমি, আমার সন্তানসহ বাবার বাড়িতেই অবস্থান করছি আলহামদুলিল্লাহ।
পরে ১.০৭.২০২০ তারিখে পোস্টঅফিসের মাধ্যমে ডিভোর্সের কাগজ পাঠিয়ে বলা হয় যে, আমাকে তিন তালাক দেয়া হয়েছে এবং আমি তার স্ত্রী নয় আর সে আমার স্বামী নয় এমনটা।
এরপর পৌরসভায় বিভিন্ন বৈঠক হয় এই নিয়ে কিন্তু কোন আপুষ,সমঝোতা হয় না।উক্ত তারিখের পর থেকে ৩ মাস অতিক্রম হওয়ার পর পৌরসভা থেকে নোটিশ দেয় যে, কোন সমঝোতা না হওয়ায় ৩ মাসের মধ্যে তালাক কার্যকর হয়ে গেছে।
এই নোটিশের পর আর কোন পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয় নাই।
তো এখন মাঝেমধ্যে কিছু মানুষ বলে যে,এখনও আমাকে ফিরে যেতে বলে, সংসারের কথা বলে, বাচ্চার কথা বলে ইত্যাদি নানা কথা।কিন্তু আমি তাদের বলি যে এখন তালাক কার্যকর হওয়ার পর আর কোন সুযোগ নাই যাওয়ার,গেলে সংসার করলে তা হারাম হবে।আর যদি তালাকের পর কারো যেতেই হয় তাহলে তাকে আরেক বিয়ে করে সে স্বামী যদি স্বেচ্ছায় তাকে তালাক দেয় বা সে স্বামী মারা যায় তাহলে সে তার আগের স্বামীকে পুনরায় বিয়ে করে সংসার করতে পারবে।
আমি এইটুকুই জানি আমার স্বল্প জ্ঞানে। আমার ভুলও হতে পারে।
তাই দয়া করে আমাকে জানান যে,আমার কি তালাক হয়ে গেছে কিনা!
লেখাটা বড় হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত।আর ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
জাযাকাল্লাহু খইর।<!--Clip_XXXX_210906_193315_157-->