আসসালামু 'আলাইকুম।
১।বাইরে বৃষ্টির সাথে হালকা বজ্রপাত থাকলে বজ্রপাতের ভয়ে মা বাবা যদি সন্তানকে জামাআতে যেতে নিষেধ করেন, সন্তানের জন্য তখন বাসায় নামায পড়া কি জায়েয?
২।সর্দি কাশির মত করোনার কোন লক্ষণ দেখা দিলে ঘরে নামায পড়া কি জায়েয?
৩।বাবা মা সন্তানের সাথে স্মৃতি রক্ষার জন্য ছবি তুলতে চান।সন্তানের আপত্তি শুনতে চান না তারা। ছবি তোলার বিষয়টাতে যেহেতু মতভেদ আছে, কোন কোন 'আলিম ছবি তোলাকে যেহেতু হালাল বলেছেন, আর মতভেদপূর্ণ বিষয়গুলোতে যেহেতু হালকা প্রশস্ততা আছে, সেহেতু ঘরোয়া অশান্তি ও ফিতনা রোধ করতে এক্ষেত্রে সন্তানের জন্য বাবা মার সাথে কাগজে প্রিন্ট /ওয়াশ না করে মোবাইল ক্যামেরাতে ছবি তোলা হালাল হবে কিনা?