আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্ ,
উস্তাদজী ,
১ ⛔ কোনো ব্যক্তি যদি এতিমের ভার বহন করে, তবে কিয়ামতের দিন সে আর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর জান্নাতে পাশাপাশি হবে, দুই আঙ্গুল মেশালে যেমন হয় ।
এটা কি সহীহ হাদীস ?
২ ⛔ কেউ যদি ক্রিকেট খেলার জন্য টাকা পায় তবে সেই অর্থ কি হালাল ?
৩ ⛔ ঠিক কোন কাজ করলে আল্লাহর কাছে একটা ঘর দিবেন আমাকে ?
কতো নবী রাসূল ওলি- আউলিয়া ,
তাঁদের তো আল্লাহর কাছাকাছি ঘর দিবেন ।
আমাদের মতো সাধারণ মানুষদের ও আল্লাহ্ তাঁর খুব কাছাকাছি ঘর দিবেন ?
৪ ⛔ আমার বাবা - মা যদি ইন্তেকাল করেন তবে আমার জন্য সেই মূহূর্তে ঠিক কোন কোন কাজ করলে তারা উপকৃত হবেন ?
৫ ⛔ আমি ( মেয়ে ) কি কোনো মৃতকে গোছল দিতে পারবো ?
আমার জন্য সহীহ করনীয় কি গোছল দেওয়ার জন্য?
৬ ⛔ মৃতের বাবার এবং মায়ের জন্য মৃত্যু দিন থেকে সামনের দিনগুলোতে বিদআত বাদে সুন্নাহ করণীয় কি কি তাদের সন্তানদের জন্য ? যাতে করে তারা আখিরাতে নাজাত পায় ।
৭ ⛔ আমি আমার ভাই বোনদের নাজাতের জন্যে কি দুআ করতে পারি ?
বাবা মায়ের জন্য যেমন নির্দিষ্ট করে দু'আ আছে , আপন ভাই বোনদের জন্য এমন কোনো দু'আ কি আছে ? থাকলে সেটা কি ?
৮ ⛔ আপনি আমাকে ১ টি হরফ শিক্ষা দিলেন এবং এই হরফটি আমি অন্য একজনকে শিক্ষা দিলাম এবং অন্য একজন , অন্য কাউকে , এভাবে শিক্ষা চলতে থাকলো , তবে কি যতজনই এভাবে শিক্ষা নিন না কেন , আপনি কি সকলের সমপরিমাণ সওয়াব পাবেন ? এবং এটার সওয়াব কিয়ামত দিন পর্যন্ত চলতে থাকবে কি ?
জাযাকাল্লাহু খইরন, উস্তাদ ।