আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
186 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (18 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্ ,
উস্তাদজী ,

১ ⛔ কোনো ব্যক্তি যদি এতিমের ভার বহন করে, তবে কিয়ামতের দিন সে আর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর জান্নাতে পাশাপাশি হবে, দুই আঙ্গুল মেশালে যেমন হয় ।
এটা কি সহীহ হাদীস ?
২ ⛔ কেউ যদি ক্রিকেট খেলার জন্য টাকা পায় তবে সেই অর্থ কি হালাল ?
৩ ⛔ ঠিক কোন কাজ করলে আল্লাহর কাছে একটা ঘর দিবেন আমাকে ?

কতো নবী রাসূল ওলি- আউলিয়া ,

তাঁদের তো আল্লাহর কাছাকাছি ঘর দিবেন ।

আমাদের মতো সাধারণ মানুষদের ও আল্লাহ্ তাঁর খুব কাছাকাছি ঘর দিবেন ?
৪ ⛔ আমার বাবা - মা যদি ইন্তেকাল করেন তবে আমার জন্য সেই মূহূর্তে ঠিক কোন কোন কাজ করলে তারা উপকৃত হবেন ?
৫ ⛔ আমি ( মেয়ে ) কি কোনো মৃতকে গোছল দিতে পারবো ?
আমার জন্য সহীহ করনীয় কি গোছল দেওয়ার জন্য?
৬ ⛔ মৃতের বাবার এবং মায়ের জন্য মৃত্যু দিন থেকে সামনের দিনগুলোতে বিদআত বাদে সুন্নাহ করণীয় কি কি তাদের সন্তানদের জন্য ? যাতে করে তারা আখিরাতে নাজাত পায় ।

৭ ⛔ আমি আমার ভাই বোনদের নাজাতের জন্যে কি দুআ করতে পারি ?
বাবা মায়ের জন্য যেমন নির্দিষ্ট করে দু'আ আছে , আপন ভাই বোনদের জন্য এমন কোনো দু'আ কি আছে ? থাকলে সেটা কি ?

৮ ⛔ আপনি আমাকে ১ টি হরফ শিক্ষা দিলেন এবং এই হরফটি আমি অন্য একজনকে শিক্ষা দিলাম এবং অন্য একজন , অন্য কাউকে , এভাবে শিক্ষা চলতে থাকলো , তবে কি যতজনই এভাবে শিক্ষা নিন না কেন , আপনি কি সকলের সমপরিমাণ সওয়াব পাবেন ? এবং এটার সওয়াব কিয়ামত দিন পর্যন্ত চলতে থাকবে কি ?
জাযাকাল্লাহু খইরন, উস্তাদ ।

1 Answer

0 votes
by (559,140 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «كَافلُ اليَتيِم لَهُ أَوْ لِغَيْرِهِ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ في الجَنَّةِ»وَأَشَارَ الرَّاوِي وَهُوَ مَالِكُ بْنُ أنَسٍ بالسَّبَّابَةِ وَالوُسْطَى . رواه مسلم

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘নিজের অথবা অপরের অনাথ (এতীমের) তত্ত্বাবধায়ক; আমি এবং সে জান্নাতে এ দু’টির মত (পাশাপাশি) বাস করব।’’ বর্ণনাকারী আনাস ইবনু মালেক রাদিয়াল্লাহু ‘আনহু তর্জনী ও মধ্যমা আঙ্গুলের দিকে ইঙ্গিত করলেন। 
(মুসলিম ২৯৮৩, আহমাদ ৮৬৬৪)

★হাদিসটি সহীহ।

(০২)
সেটি হালাল নয়।
,
(০৩)
এমম কোনো আমলের সন্ধান পাইনি।

(৪.৬)

আপনি ছদকায়ে জারিয়াহ করতে পারেন।
,
ঈসালে  ছওয়াব করতে পারেন। 
ঈসালে সওয়াবের উদ্দেশ্যে যেসব কাজ করা যায়ঃ

মৃতের নামে সদকা করা।
কুরবানী করা।
মৃতের জন্য কুরআন তিলাওয়াত করা।
মৃতের জন্য দুআ করা।
ইস্তিগফার করা।
হজ্ব করা।

ইত্যাদি পূণ্যের কাজ করে মৃত ব্যক্তির জন্য ঈসালে সওয়াব করা যায়। যা কুরআন ও হাদীসের মাধ্যমে সুষ্পষ্টরূপে প্রমাণিত।

আরো জানুনঃ 

শরীয়তের বিধান হলো কুরআন কারীম তেলাওয়াত করে বা ছদকাহ করে ঈসালে ছওয়াব করা যাবে।
(কিতাবুন নাওয়াজেল ১/৩৭৫)

বিস্তারিত জানুনঃ 
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে  উপরোক্ত  আমল করে  তার মাইয়্যিতের জন্য ছওয়াব পৌছিয়ে দিতে পারবে।
কোনো সমস্যা নেই।   
,

(০৫)
হ্যাঁ আপনি যেকোনো মুসলমান মহিলার গোসল দিতে পারবেন।
আপনার স্বামী মারা গেলে তারও গোসল দিতে পারবেন।  

(০৭)
এমন কোনো নির্দিষ্ট দোয়া কুরআন হাদীসে খুজে পাইনি।
(০৮)
হ্যাঁ এরুপ শিক্ষাদান কিয়ামত পর্যন্ত চললে এটির ছওয়াবও কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।
এটি সদকায়ে জারিয়াহ।

হাদীসে রাসূল সাঃ বলেনঃ

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেন, ব্যক্তি যখন মারা যায়, তখন তার নেক আমল করার পথ রুদ্ধ হয়ে যায়। তবে তিনটি পথ ছাড়া। একটি হল, সদকায়ে জারিয়া, দ্বিতীয় হল ইলম, যদ্বারা মানুষ উপকার পায়, এবং তৃতীয় হল, নেক সন্তানের দুআ। [মুসনাদে আহমাদ, হাদীস  নং-৮৮৪৪, সুনানে আবু দাউদ, হাদীস নং-২৮৮০, মুসলিম, হাদীস নং-১৬৩১] 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...