আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, হঠাৎ পানির মেশিন নষ্ট হওয়ায় বাইরে থেকে পানি আনতে হয়। বালতিতে নাপাক কাপড় ভেজানো ছিল, ধোয়া হয়নি। এ অবস্থায় কিছুটা নিরুপায় হয়েই বালতির পানি ফেলে দিয়ে (বালতি না ধুয়ে, সামান্য খোলিয়ে) ওই বালতিতে নতুন পানি আনা হয়। আর কাপড়টাকে ভেজা অবস্থায়ই অন্য জায়গায় রাখা হয়, এতে ফ্লোরে পানির ফোটা পড়ে। পানি না থাকায় এ অবস্থায়ই অনেক কিছু স্পর্শ করা হয়েছে। আবার হাত ধুতে গেলে ভেজা হাতে মগ ইত্যাদি ধরে পানি নেওয়া হয়েছে, এতে পাক পানিও তো নাপাক হয়ে গেছে। এভাবে এসবই তো নাপাক হওয়ার কথা। এখন প্রয়োজনের তাগিদে এগুলোর বিধানের কিছু শিথিলতা আছে কি?
(১) ওই বালতিতে আনা নতুন পানি কি ব্যবহার করা যাবে?
(২) মেঝেতে নাপাক কাপড় থেকে পড়া পানি কি মুছে ফেলতে হবে? নাকি ওযরবশত কিছু শিথিলতা থাকবে?
(৩) ওই কাপড় যেখানে রাখা হয়েছে, হাতে যা যা স্পর্শ হয়েছে (ট্যাপ, বালতি, মগ ইত্যাদি) সবকিছুই কি পরিষ্কার করতে হবে?
জাযাকুমুল্লাহু খাইরান