আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
187 views
in পবিত্রতা (Purity) by (16 points)
edited by
আসসালমুআলাইকুম।

আমি জীবনে কোনোদিন আলহামদুলিল্লাহ হস্তমৈথূন করি নাই,করার কোনো নিয়ত ও নাই।মাঝে মাঝে যৌন বিষয়ক চিন্তা করলে লজ্জাস্থানে মজি আসে।মজিতে গোসল ফরজ হয় না জানি।আজকে এরকম চিন্তা করার সময় মজি এসেছে কি না তা চেক করার জন্য লিঙ্গ বের করে দেখি লিঙ্গ পরিষ্কারই আছে। লিঙ্গের মুখ ফাঁকা করে দেখে যখন লিঙ্গের মুখে একবার চাপ দেই সাথে সাথে এক ফোটার ও বড় পাতলা তরল চলে আসে। এটা দেখতে পানির মত হলেও তরল সাদা সাদা কিছু দেখা  গেছে। বের হওয়ার সময় আমার উত্তেজনা ছিল কি না তা বুঝতে পারছি না।কিন্তু এর আগে শুনছি বীর্জ সবেগে লাফিয়ে লাফিয়ে বের হয় এরকম হয় নি আমার। কিন্তু আবার মনে হলো মাঝে মাঝে সপ্নদোষ হওয়ার পরপর জাগলে বীর্জ যেরকম দেখা যায় সেরকম মনে হলো। হস্তমৈথুনের জন্য যে লিঙ্গ খুব বেশি টানতে হয় আমি এরকম টানি নাই শুধু লিঙ্গের মুখ চাপ দিয়ে চেক করেছি।এখন এটা কি হস্তমৈথূন হয়েছে?আমার কি গোসল ফরজ হয়ে গেছে?


আরেকটা প্রশ্ন হলো আমি কালিমা শাহাদত বাঙলা পড়ার সময় ভুলে কালেমার দুই অংশ উল্টা পরে ফেলি। অর্থাৎ বাক্যটা কুফরী অর্থ দাড়ায়। আমি কোনোদিন ও এরকম কুফরী নিয়ত রাখি না কিন্ত ভুলে উল্টিয়ে ফেলি।এতে কি ঈমান চলে যাবে?

1 Answer

0 votes
by (58,500 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

মযি বের হলে গোসল ফরজ হবে না। শুধু অযু ভেঙ্গে  যাবে এবং নাপাকি লাগার স্থান পবিত্র করে নিতে হবে। মযি হলো যা হালকা উত্তেজনার সাথে বের হয়।

 

হাদীস শরীফে এসেছে      

عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ سُئِلَ عَنْ ذَلِكَ، فَقَالَ: فِي الْمَذْيِ الْوُضُوءُ، وَفِي الْمَنِيِّ الْغُسْلُ -

 

আলী (রাঃ) বলেন, আমার খুব বেশি মযি ঝরতো। বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তিনি বললেঃ মযি ঝরলে ওযূ এবং বীর্যপাতে গোসল করতে হয়।

[মুসনাদে আহমাদ ৮৬৯,হাদীস নং ৬৬২  দ্রষ্টব্য।]   

আর বীর্য বের হলে গোসল ফরয হয়ে যায়। বীর্য হল যা উত্তেজনার সাথে লাফিয়ে লাফিয়ে আটকিয়ে আটকিয়ে লিঙ্গ থেকে বের হয়।

আল্লাহ তাআলা বলেন,

 

وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ

তোমরা জুনুবি হও তবে (গোসল করে) সারা দেহ পবিত্র করে নাও। (সূরা মায়েদাহ ৬)

 

আর জুনুবি বলা হয়, ওই ব্যক্তিকে যার বীর্য সবেগে ও উত্তেজনার সঙ্গে বের হয়েছে।

যেমন, আল্লাহ তাআলা বলেন,

فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ  خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ

 

অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে, সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। (সূরা আত্ব-তারিক্ব ৫, ৬)

 

রাসূলুল্লাহ আলী রাযি.-কে বলেছিলেন,

 

 فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ

 

যদি উত্তেজনা বশতঃ বীর্য নির্গত হয় তবে গোসল করবে। (আবুদাউদ ২০৬) অন্যথায় নয়।

আরো বিস্তারিত জানতে - https://ifatwa.info/19453/

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

১.প্রশ্নে বর্ণানার দ্বারা বুঝে আসছে আপনার ঐটা মযি বের হয়; মনি নয়। তাই শুধু নাপাকী লাগার স্থান-শরীর ও লুঙ্গি ধৈাত করে নিলেই হবে গোসল করা লাগবে না। তবে ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকবেন।

২. প্রশ্নোক্ত ক্ষেত্রে ঈমান যাবে না। তবে ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকবেন এবং আল্লাহ তায়ালার কাছে মাফ চেয়ে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 132 views
...