আসসালামু আলাইকুম শাইখ
সালাতে ঠোট নাড়িয়ে হরফ উচ্চারণ করে কেরাত পড়ার বিধান কি?কতটুকু জোড়ে পড়তে হবে?সশব্দে পড়তে হবে?
অনেকে খুব বেশি জোড়ে পড়েন যার ফলে আশেপাশের মানুষের নামাজের সমস্যা হয়।আবার অনেককে ঠোট নাড়াতে/শব্দ করতে দেখা যায় না।
যেহরী-সিররি এবং ফরয,সুন্নাহ ও নফল সকল নামাজে কি একই বিধান?
কুরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হতাম।
জাযাকাল্লাহ খাইরান।