ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
কেউ যদি কোরআন শরীফ ছুঁয়ে কাউকে কথা দেয় এমনভাবেঃ"আমি অমুক সালের অমুক তারিখের আগে এই বিষয়ে আর কথা বলবো না,যদি বলি তাহলে আমি, আমার মা-বাবা- ভাই কাফির/ কাফির হয়ে যাবো।"
এমন কথা বলা কখনো উচিৎ হবে না।যদি কেউ বলে, এবং সে পরবর্তীতে অমুক তারিখের আগে কথা বলে,তাহলে তাকে অবশ্যই কাফফারা দিতে হবে।তবে সে কাফির হবে না। হ্যা, এমন কথা বলার পর কথামত জীবন পরিচালনা না করলে সে অবশ্যই গোনাহগার হবে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)এখন যাকে কথা দেওয়া হয়েছিল, সে নিজেই যদি অমুক সালের অমুক তারিখের আগে ঐ বিষয়ে কথা বলার অনুমতি দেয়,তাহলেও ঐ বিষয়ে কথা বলা যাবে
না। এবং কথা বললে কাফফারা দিতে হবে।
(২) যদি অমুক সালের অমুক তারিখের আগে কথা বলা জরুরী হয়,তাহলে কাফফারা প্রদানপূর্বক কথা বলতে হবে।বা কথা বলার পর কাফফারা দিতে হবে।
(৩)শপথটা ভাঙলে যদিও তারা কাফের হবে না,তবে অবশ্যই তাদেরকে কাফফারা দিতে হবে।এবং তাওবাহ করতে হবে।