আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
বর্তমানে যে গরু সচরাচর অত্যাধিক দেখা যায় আমাদের চারপাশে বা আমরা যে গরুর দুধ খাই তার মূল উৎস হচ্ছে এই বিদেশি হাইব্রিড গরু । এই গরুগুলো দেশি গরুর তুলনায় অনেক দুধ দিয়ে থাকে দৈনিক । অন্যদিকে খিঞ্জির (শুকর) বা ঔজাতীয় কোনো হারাম পশু যারা দুধ বেশি দিতে সক্ষম সেই পশুর DNA যদি গরুর DNA এর সাথে বা সেই পশুর সাথে যদি ক্রসব্রিড করা হয় তাহলে সেই গরুর দুধ খাওয়া কতটুকু জায়েজ ?
আর সূরা নিসার ১১৯ নং আয়াতে এসেছে ,‘আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে’। আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করে, তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হল ।
এখানে এই হাইব্রিড গরু কি আল্লাহর সৃষ্টির বিকৃতি না ? জানাবেন !
( আমার এই ক্রসব্রিড / হাইব্রিড / জেনেটিকাল মোডিফিকেসন সর্ম্পকে খুবই কম ধারণা রয়েছে , তাই ভুল থাকতে পারে | )
ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ করেন , সঠিক ইলম দান করেন