বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/8477 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
নারীর জন্য পর্দা করা ফরয।পর্দার সারমর্ম হল,ফি মিক্সিং পরিবেশ থেকে যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে রাখা।গায়রে মাহরাম পুরুষ থেকে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রাখা।পর্দা সম্পর্কে বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/572
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনারা পরস্পর দুধ ভাই/বোন হওয়ার কারণে মাহরাম,তাই আপনারা আপন ভাই বোনের মত। সুতরাং অপরিচিত বা গায়রে মাহরামের মত আপনাদেরকে পর্দা করতে হবে না।বরং আপনারা একে অন্যর সামনে আসতে পারবেন।ফিতনার আশংকা না থাকলে নির্জনে বসে গল্প গোজব করতে পারবেন।তবে বেহুদা গল্পগুজব করা,গিবত করা,অাল্লাহর যিকির ব্যতিত অনর্থক সময় কাটানো কখনো জায়েয হবে না।আর ফিতনার আশংকা থাকলে গায়রে মাহরামের মতই পর্দা করতে হবে।