শাইখ,
১|ইসলামে মাছ খাওয়ার পদ্বতি কেমন?
এটাকি জীবন্ত মাছ ডাঙ্গায় তুলে ছটফট করে মরার পর খাওয়া?
২|নাকি জীবন্ত কেটে টুকরা করে তারপর রেধে খাওয়া?
আমার সন্দেহ,
ইসলাম কিভাবে সমর্তন করে যে জীবন্ত মাছ ডাঙ্গায় ছটফট করতে করতে মরে তারপর মানুষ এটাকে খায়?
এখানে দেখার বিষয়,
মাছ ছটফট করা মানে তাকে কষ্ট দেয়া,তাহলে তাকে কষ্ট দিয়ে মেরে খাওয়া কিভাবে জায়েজ হলো?এর কি কোন হাদীস আছে/ফিকহ্?
আবার অনেকে জীবন্ত মাছের মাথা না কেটে, প্রথমে তার দুই পাশের পাংখা কাটে,তারপর লেজ কাটে,তারপর মাথা কাটে,
এতে দেখা যায়,মাছটি তো কষ্ট পেয়ে মারা গেলো,তাহলে এ মাছ খাওয়া কিভাবে হালাল?
এর কি কোন হাদীস আছে?
আমি জানতে চাই,
এই ভাবে মাছ খাওয়ার বিষয়ে কোন হাদীস পাওয়া যায় কিনা?
আমাকে বলুন।
আর কিভাবে উলামারা ফতোয়া দিলো যে এই ভাবে মাছ খাওয়া হালাল?
আমার সন্দেহ লাগছে,
আমাকে সাহায্য করুন।