একজন ছেলে এসএসসি পরীক্ষায় ফাঁসকৃত প্রশ্নে পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ -৫ এবং এইচএসসিতেও ফাঁসকৃত প্রশ্নে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পায়।
এখন সে এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ৬০% ডিসকাউন্ট/ওয়েভার পায় পড়াশুনার মোট খরচের উপর। মানে, তার মোট পড়াশুনার খরচ আসতো সাড়ে চার লাখের মতো, কিন্তু এখন লাগতেছে প্রায় দুই লাখ টাকার মতো।
SSC+HSC তে মোট GPA (5+5=10) থাকায় সে এই সুবিধাটা পাচ্ছে। এবং, তার ssc+hsc এর পরীক্ষা ফাঁসকৃত প্রশ্নে দিয়েছিলো।
এই অবস্থায়,
১) সে যে আর্থিক সুবিধাভোগ করছে বিশ্ববিদ্যালয়ে, সেটা কি জায়েজ হবে?
২) যদি নাজায়েজ হয়, তবে এখন সে বিশ্ববিদ্যালয়ে যা শিখছে তার ভিত্তিতে চাকরি করে টাকা উপার্জন করা কি জায়েজ হবে?
৩) ভবিষ্যতে এই ssc+hsc সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে বা অন্য কোন সরকারি কাজে ব্যবহার করে কাজ সম্পাদন করা জায়েজ হবে?
উল্লেখ্যঃ সাড়ে চার লাখ খরচ দিয়ে পড়াশুনার মতো আর্থিক অবস্থাও তার এখন নেই এবং সে অলরেডী বিশ্ববিদ্যালয়ে দুই বছর পার করে ফেলেছে, তার পড়াশুনা শেষ করতে আরোও দুই বছর বাকী আছে এখনোও।
৪) যদি উক্ত সুবিধাভোগ নাজায়েজ হয়, তবে তার এখন করণীয় কি?