কোনো অনলাইন ভিত্তিক আর্ট শপ থেকে আমাকে ফ্রি গিফট পাঠাতে চাইলে আমি রাজি হই। গিফট টা বাচ্চাদের রঙ করার ডায়েরির মতন। আগে থেকে কিছু জিনিস আকাঁ থাকে, কাজ শুধু রঙ করা। মূলত এর মাধ্যমে রঙ করা শিখানো। তবে সেই গিফট এ কিছু জন্তুও আকাঁ আছে সাথে কিছু ডিজাইন যেখানে কোনো জীব নেই। আমার কাজ সেগুলি রঙ করে সবার কাছে তুলে ধরা। এখন আমার মাধ্যমে মানুষ সেই কালার ডাইরিটির সাথে পরিচিত হয়ে, কিনে এবং এর পরে রঙ করে সেটাতে কি আমার গুনাহ হবে? ছবি গুলি আগে থেকেই আকাঁ। কাজ শুধুই রঙ করা। আর যদি গুনাহ হয়, আমি কি শুধু ডিজাইন পেইজ গুলি দেখাতে বা রঙ করতে পারব? আমি যদি জীব এর পেইজ গুলি না ও দেখাই তাহলেও তো মানুষ পরিচিত হবে আমার মাধ্যমে এবং পরবর্তীতে কিনে রঙ করবে। এক্ষেত্রে করনীয় কি? আর আমার গুনাহ এর দায়ভার কতটুকু? কারণ আমার মনের উদ্দেশ্য হারাম কে প্রচার করা না।