আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
361 views
in পবিত্রতা (Purity) by (58 points)
এক ইমামের ফরজ গোসল অবস্থায় ইমামতি করে ফেলেছে। নামাজের পূর্বেই সে অবহিত ছিল। কিন্তু পরিস্থিতির কারণে অনিচ্ছা এবং বাধা দেয়া সত্ত্বেও ইমামতি করে ফেলেছে। ইমামের নামাজ হয়নি জানি। কিন্তু উনার পেছনের মুসল্লি দের নামাজ হবে কি? উনারা জানত না যে ইমামের গোসল ফরজ ছিল। এবং নামাজ শেষেও উনারা এটা জানেন নাই। আর সেই মুসল্লিদের এখন কি হবে। যেহেতু উনারা জানেন ই না ইমামের গোসল ফরজ ছিল আর জানার কোন সম্ভাবনাই নেই। ইমাম ও শুরুতে বাধা দিয়েছিল কিন্তু মুসল্লিরাই উনাকে জোর করে নামাজ পড়তে পাঠিয়েছে। তাই বাধ্য হয়ে ইমামতি করতে হয়েছে। সবার সামনে বলতে পারেনি যে গোসল ফরজ ছিল। ইমাম খুব ই লজ্জিত বোধ করছে। এত গুলা মানুষের দায় ইমাম কে নিতে হবে। কোন উপায় কি নেই তাওবা করার?

1 Answer

0 votes
by (574,050 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


শরীয়তের বিধান মতে পবিত্রতা অর্জন করা নামাজের জন্য শর্ত।
পবিত্রতা ব্যাতিত নামাজ হয়না।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡہَکُمۡ وَ اَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَ امۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَ اَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ ؕ وَ اِنۡ کُنۡتُمۡ جُنُبًا فَاطَّہَّرُوۡا ؕ

 মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথায় মাসেহ কর এবং পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নাও এবং যদি তোমরা অপবিত্র থাক, তবে উত্তম রুপে পবিত্র হবে।
(সুরা মায়েদা ০৬)

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، ح وَحَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ " لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ 

কুতায়বা ইবনু সাঈদ ও হান্নাদ (রহঃ) ... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তাহারাত ছাড়া সালাত কবূল হয় না।
ইবনু মাজাহ  -২৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ১ [আল মাদানী প্রকাশনী]

★★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে ইমাম মুক্তাদী কাহারই নামাজ হয়নি।
সকলকেই পুনরায় সেই নামাজ আদায় করতে হবে। 
এক্ষেত্রে ওয়াক্ত বাকি থাকলে ইমাম সাথে সাথে সকলকে অবহিত করে পুনরায় নামাজ পড়াবে।
ওয়াক্ত শেষ হয়ে গেলে সকলে মুছল্লি পুনরায় মসজিদে আসার পর কারন বশত নামাজ না হওয়ার বিষয়টি ই'লান করতে হবে।
যাতে সকলেই তারা কাজা আদায় করে নেয়।
পাশাপাশি তওবা করতে হবে।
সে নামাজের সমস্ত মুছল্লিদেরকে অবহিত করতেই হবে,এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় নেই। 
এক্ষেত্রে স্পষ্ট আকারে কারন না বললেও চলবে।
এতটুকু বলবে যে মাসয়ালাগত দিক থেকে কোনো কারন বশত নামাজ হয়নি,পুনরায় সেই নামাজ সকলকে আদায় করতে হবে। 
.
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 591):
’’(وإذا ظهر حدث إمامه) وكذا كل مفسد في رأي مقتد (بطلت فيلزم إعادتها)؛ لتضمنها صلاة المؤتم صحةً وفساداً (كما يلزم الإمام إخبار القوم إذا أمهم وهو محدث أو جنب) أو فاقد شرط أو ركن. وهل عليهم إعادتها إن عدلاً، نعم، وإلا ندبت، وقيل: لا لفسقه باعترافه ؛ ولو زعم أنه كافر لم يقبل منه؛ لأن الصلاة دليل الإسلام وأجبر عليه (بالقدر الممكن) بلسانه أو (بكتاب أو رسول على الأصح) لو معينين وإلا لايلزمه، بحر عن المعراج. وصحح في مجمع الفتاوى عدمه مطلقاً؛ لكونه عن خطأ معفو عنه، لكن الشروح مرجحة على الفتاوى‘‘
সারমর্মঃ
ইমামের নামাজ হদস প্রকাশের কারনে না হলে সকল মুক্তাদি দেরও নামাজ পুনরায় আদায় করতে হবে।
কেননা মুক্তাদিদের নামাজের সহীহ,ফাসেদ এর বিষয়টি ইমামের সাথে সম্পৃক্ত।
একই ভাবে ইমামের উপর আবশ্যকীয় যে সে সকল মুছল্লিদেরকে বিষয়টি সম্পর্ক অবহিত করবে।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 504 views
0 votes
1 answer 347 views
0 votes
1 answer 487 views
...