আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
164 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
আসসালামু আলাইকুম,

আমার বোন এবং তার স্বামী তাদের ফোনে তালাক হয়। যেহেতু আমার বোন চায় তালাক এজন্য খোলা তালাকই চায়।
তারা একই মজলিসে ছিল না ফোনের মাধ্যমে আমার বোনের স্বামী বলেছে যে তুমি যেহেতু খোলা তালাক চাচ্ছো তাহলে আগে আমার কাছে চাও তারপর আমি দিব।তখন আমার বোন বলে যে, দেনমোহরের টাকার পরিবর্তে , দেনমোহর মাফ করে আমি তোমার থেকে তালাক চাচ্ছি। তখন আমার বোনের স্বামী বলে যে, আলহামদুলিল্লাহ আমি তোমাকে তালাক প্রদান করলাম।

এখন আমার প্রশ্ন হচ্ছে,

১. খোলা তালাকে তো একই মজলিস হতে হয় এখানে তো একই মজলিস না যেহেতু ফোনে কথা হয়েছে সে ক্ষেত্রে কি খোলা তালাক হয়েছে??

২. খোলা তালাক যদি না হয়ে থাকে তাহলে আমার বোনের স্বামী যে খোলা তালাকের নিয়তে বলল, "আমি তোমাকে তালাক প্রদান করলাম " এখানে তালাক প্রদানের সময় খোলা উল্লেখ করেনি স্বামী।এতে কি খোলা ব্যতিত কোনো তালাক পতিত হয়েছে ??

1 Answer

0 votes
by (683,640 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


স্বামীর পক্ষ থেকে যে তালাক দেয়া হয় সেটাকে তালাক বলা হয়।

আর স্ত্রীর পক্ষ থেকে কাযী সাহেব বা উনার স্থলাভিষিক্ত কারো নিকট তালাক চাওয়ার ভিত্তিতে মালের বিনিময়ে যে বিবাহ বিচ্ছেদ করা হয়, তাকে খোলা বলে।
,
যদি এক তালাকের উপর খোলা হয়ে থাকে,তাহলে এক তালাকে বায়েন পতিত হবে।
যদি কোনো সংখ্যা লেখা না থাকে, তাহলেও এক তালাকে বায়েন পতিত হবে।
এক্ষেত্রে ঐ স্ত্রীকে নিতে চাইলে,নতুন করে বিবাহ পড়িয়ে নিতে হবে। 
,
   
যদি তিন তালাকের উপর খোলা করে থাকে, তাহলে প্রথম স্বামীর জন্য ইদ্দত শেষ হয়ে গেলেও বিবাহ করা জায়েজ হবে না।
এক্ষেত্রে তিন তালাকই পতিত হবে।
,
عَنِ ابْنِ عَبَّاسٍ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «جَعَلَ الْخُلْعَ تَطْلِيقَةً بَائِنَةً»

হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ খোলাকে এক তালাকে বাইন সাব্যস্ত করেছেন। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪০২৫, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-১৮৪৪৮, মুজামে আবী ইয়ালা, হাদীস নং-২৩০, আসসুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১৪৮৬৫}

আরো জানুনঃ  

মোবাইলের কথা বলা,এবং মেসেজ ইত্যাদির মাধ্যমেও তালাক পতিত হয়ে যায়। 
,    
ফকিহগণ বলেন,
إن الكتابة يقع بها الطلاق، ولو كان الكاتب قادرا على النطق، فكما أن للزوج أن يطلق زوجته باللفظ، فله أن يكتب إليها الطلاق.

নিশ্চয় চিঠি (ম্যাসেজ) দ্বারাও তালাক পতিত হয়। যদিও লেখক বলতে সক্ষম হয়। সুতরাং যেমনিভাবে স্বামী মুখে তালাক দিতে পারে, তেমনিভাবে লিখিতভাবেও দিতে পারে।  (ফিকহুস সুন্নাহ ৩/১৬৫)
,
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে মজলিস এক হওয়া তালাক পতিত হওয়ার ক্ষেত্রে শর্ত নয়। 
সুতরাং খোলা তালাক পতিত হবে।    
,
(০২)
এটি খোলা তালাক,কেননা এটি এমনই এক প্রশ্নের জবাবে এবং সম্পদের বিনিময়ে প্রদান করা হয়েছে।
এটি এক তালাকে বায়েন হবে।
পুনরায় তার সাথে সংসার করতে চাইলে নতুন করে মোহরানা ধার্য করে বিবাহ করতে হবে।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...