আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
337 views
in সালাত(Prayer) by (10 points)
1.ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নামাজ।এটার কোন রেফারেন্স আছে??

2. সালাত এ মন বসেনা। সবসময় মনে হয় আল্লাহ্‌ এর সাথে একটা distance হয়ে যাচ্ছে। সেজদা তে বাজে ছবি অনন্যা চিন্তা মাথাতে আসে। এর প্রতিকার কি?

৩।যাকে পছন্দ করি তাঁর পরিবার বিয়েতে রাজি হচ্ছেনা। আমরা হারাম থেকে বাঁচতে চাই। তাই যতটা পারি avoid করি কিন্তু sms দিয়ে খোঁজ খবর নেয়া হয় প্রতিদিন। এখন করনিও কি?


৪। মাঝে মাঝে মনে হয় আল্লাহ্‌ আমাকে ভালবাসেননা। কেউ আমাকে ভালবাসেনা।সবার কাছ থেকে শুধু কস্ট পাচ্ছি। আলহামদুলিল্লাহ দোয়া কবুল হচ্ছে কিন্তু চরিত্র ঠিক রাখার জন্য বিয়ার দোয়া করছি জানিনা আল্লাহ্‌ কি লিখে রাখছেন। এভাবে থাকা কষ্টকর। আমার কি করা উচিত?

৫। আমার নানা মারা গেছেন। আমার বোন উনাকে স্বপ্নে দেখছে আমার জীবিত নানি এর সাথে হেসে গল্প করতেছেন। উনার ঘরে নামায পরতেছেন। বোন যখন জানতে চাইছে নানা বলছেন উনি ভাল আছেন। স্বপ্নে বোন এর হাত ধরছে ওর হাতে নাকি দাগ হয়ে গেছে, স্বপ্নে ওই আমাদের নানা কে দেখানোর চেষ্টা করছে ওই ছাড়া নাকি কেউ দেখতে পাচ্চিলনা। বোন প্রায় নানাকে তার room এ থাকার মত feel করে। ওই নানা এর favorite ছিল। এখন আমাদের কি করা উচিত।

1 Answer

0 votes
by (606,570 points)
edited by

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামায দ্বীনের খুটি। এ অর্থ সম্ভলিত যে সব হাদীস রয়েছে, তার কোনো কোনোটি দুর্বল।

(২)
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1037

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মনযোগ সহকারে নামায পড়ার জন্য আপনি বিজ্ঞ কোনো আলেমর সংস্পর্শে যান।উনার সাথে কয়েকদিন উঠাবসা করুন।


(৩)
সকল রকম সম্পর্ক পরিত্যাগ করুন।বিবাহবহির্ভূত কোনো প্রকার সম্পর্ক রাখা জায়েয হবে না।
(৪)
আল্লাহকে বলুন।অবশ্যই আল্লাহ সমাধান করবেন।
(৫)
নানা সুখেই আছেন।আপনার বোনের প্রতি উনার রুহ সন্তুষ্ট আছে। এখন আপনারা চাইলে উনাকে সওয়াব বখশিয়ে দিতে পারেন।নফল ইবাদত করে, ঐ ইবাদতের সওয়াব বখশিয়ে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...