আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
205 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
১. বইয়ে কুরআন পড়ার কিছু আদব আছে পড়েছিলাম। তো এমনিতে কেউ যদি শুয়ে বুকের উপর নিয়ে কুরআন পড়ে তাহলে কি কুরআন পড়ার আদব নষ্ট হবে? সুস্থ এবং অসুস্থ দুই ধরণের ব্যক্তির ক্ষেত্রেই এই বিষয়ে মাসয়ালা জানতে চাই।

২. ফোনে কুরআনের পিডিএফ বা অ্যাপ থেকে কুরআন পড়তে হলে কি অযু করতে হবে?

1 Answer

0 votes
by (64,500 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

কুরআন স্পর্শ করার জন্য পবিত্র হওয়া আবশ্যক। কিন্তু তিলাওয়াত করার জন্য অজু থাকা আবশ্যক নয়। তবে গোসল ফরজ অবস্থায় কুরআন তিলাওয়াত জায়েজ নয়।

আল্লাহ তায়ালা বলেন-

لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ [٥٦:٧٩

যারা পাক-পবিত্রতারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। {সূরা ওয়াকিয়া-৭৯}

হাদীস শরীফে এসেছে-

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍأَنَّ فِي الْكِتَابِ الَّذِي كَتَبَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَمْرِو بْنِ حَزْمٍ أَنْ لَا يَمَسَّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ

হযরত আব্দুল্লাহ বিন আবু বকর বিন হাযম বলেনঃ রাসূল সাঃ আমর বিন হাযম এর কাছে এই মর্মে চিঠি লিখেছিলেন যেপবিত্র হওয়া ছাড়া কুরআন কেউ স্পর্শ করবে না” {মুয়াত্তা মালিকহাদীস নং-৬৮০কানযুল উম্মালহাদীস নং-২৮৩০মারেফাতুস সুনান ওয়াল আসারহাদীস নং-২০৯আল মুজামুল কাবীরহাদীস নং-১৩২১৭আল মুজামুস সাগীরহাদীস নং-১১৬২মিশকাতুল মাসাবীহহাদীস নং-৪৬৫সুনানে দারেমীহাদীস নং-২২৬৬}

অন্য এক হাদীসে এসেছে-

عَنِ ابْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ :« لاَ تَقْرَأُ الْحَائِضُ وَلاَ الْجُنُبُ شَيْئًا مِنَ الْقُرْآنِ »

হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ হায়েজা এবং গোসল ওয়াজিব হওয়া ব্যক্তি কুরআন তিলাওয়াত করবে না। {সুনানে কুবরা লিলবায়হাকীহাদীস নং-১৫৩৫সুনানে তিরমিজীহাদীস নং-১৩১সুনানে দারা কুতনীহাদীস নং-১৯০০মুসনান্না ইবনে আবী শাইবাহাদীস নং-১০৯৮}

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

১. যেহেতু কুরআনুল কারীম মুখস্থ তেলাওয়াত করলেও হবে। দেখে দেখে পড়া জরুরী নয়।  তাই সুস্থ ও অসুস্থ  উভয় ব্যক্তি শুয়ে থাকলে বুকের উপর কুরআনুল কারীম নিয়ে দেখে দেখে তেলাওয়াতের চেয়ে মুখস্থ তেলাওয়াত করাই উত্তম।

২. ফোনে কুরআনের পিডিএফ বা অ্যাপ থেকে কুরআন পড়তে হলে  ওজু করে নেওয়া আবশ্যক নয়। তবে এই ক্ষেত্রেও ওজু করে নেওয়া উত্তম।

 উল্লেখ্য যেওজু ছাড়া মোবাইলের স্ক্রীনে কুরআন শরীফের আয়াত স্পর্শ করা জায়েজ। তবে না করাই সতর্কতা। (রদ্দুল মুহতার১/৩৪৮)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...