হাদীস শরীফে এসেছেঃ
عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ : مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ اِلَّا وَقَدْ وُكِّلَ بِه قَرِينُه مِنْ الْجِنِّ وَقَرِينُه مِنَ الْمَلَائِكَةِ قَالُوا : وَإِيَّاكَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ : وَإِيَّايَ، وَلَكِنَّ اللهَ أَعَانَنِيْ عَلَيْهِ فَأَسْلَمَ فَلَا يَأْمُرُنِي اِلَّا بِخَيْرٍ. رَوَاهُ مُسْلِمٌ
ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার একটি জিন (শয়তান)) ও একজন মালাক (ফেরেশতা) সঙ্গী হিসেবে নিযুক্ত করে দেয়া হয়নি। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! আপনার সাথেও কি? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমার সাথেও, তবে আল্লাহ তা‘আলা আমাকে জিন এর ব্যাপারে সাহায্য করেছেন। ফলে সে আমার অনুগত হয়েছে। ফলে সে কক্ষনও আমাকে কল্যাণকর কাজ ব্যতীত কোন পরামর্শ দেয় না।
মুসলিম ২৮১৪, আহমাদ ৩৮০২, সহীহ ইবনু হিব্বান ৬৪১৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ৬৫৮।
এই হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছে যে,
আপনার সাথেও কি জিন সঙ্গী আছে? এর জবাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হ্যাঁ, আমার সঙ্গেও আছে। তবে তার কুমন্ত্রণা থেকে আমি নিরাপদ। সমগ্র উম্মাত এ বিষয়ে একমত যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শরীর, মন ও জিহ্বা শায়ত্বনের (শয়তানের) প্রভাব থেকে মুক্ত। এ হাদীসে শায়ত্বনের (শয়তানের) ফিতনাহ্ (ফিতনা) থেকে সতর্ক করা হয়েছে। তাই বিষয়টি তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে অবহিত করেছেন যাতে আমরা তার কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এসব জীন আমাদেরকে কুমন্ত্রনা দেয়।
(০২)
পর্দা নিয়ে ঠাট্রা করলে সে মুরতাদ হয়ে যাবে।
এ সংক্রান্ত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
একেবারে পুরো শরীর পর্দা ( হাত মোজা, পা মোজা, চেহারা ঢেকে পর্দা) করা নিয়ে কিছু মানুষ বিরুপ মন্তব্য করে।
,
তাদেরকে কাফের বলা যাবেনা।
তারা পর্দাকে নিয়ে বিরুপ মন্তব্য করেনা,বরং হাত, পা,চেহারার পর্দাকে নিয়ে বিরুপ মন্তব্য করে।
,
★সুতরাং এখানে একটি বিষয় স্পষ্ট করতে চাই,যে চেহারা,হাত,পার পর্দা যদিও জরুরি ।
(যার উপর অনেক প্রমানাদী রয়েছে)
তবে তাহা কুরআনের আয়াত থেকে অকাট্য ভাবে প্রমানীত নয়।
,
সুতরাং এটাকে কেহ অস্বীকার কারলে বা,তার প্রতি ঘৃণা পোষন কারীকে কাফের বলা যাবেনা।
তবে সে গোমরাহ।
হ্যাঁ যদি পর্দাকেই কেহ অস্বীকার করে,বা তাহা নিয়ে বিরুপ মন্তব্য,হাসি,ঠাট্রা করে,তাহলে সে মুরতাদ হবে।
বিস্তারিত জানুনঃ