আমি শুনেছি, স্বপ্ন নাকি যেভাবে ব্যাখ্যা করা হয় সেভাবেই প্রতিফলিত হয়। আমি সম্প্রতি একটি দুঃস্বপ্ন দেখেছি, অতঃপর ঘুম থেকে উঠে ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যা বই তে উপরোক্ত স্বপ্নের কাছাকাছি একটা স্বপ্নের ব্যাখ্যা পেয়েছি যা আমাকে দুশ্চিন্তায় ফেলেছে। স্বপ্ন টা আমি কারো কাছে প্রকাশ করিনি কখনো। শুধু মনে হয়েছে বই এ যেটা পড়েছি তেমন কিছু একটা হতে পারে। এমন মনে হওয়া টা কি স্বপ্নের ব্যাখ্যা হবে? আর স্বপ্ন যেভাবে ব্যাখ্যা করা হয় সেভাবেই বাস্তবায়িত হয় এমনটা কি এই পরিস্থিতিতে ও প্রযোজ্য হবে? উল্লেখ করা প্রয়োজন, বই থেকে স্বপ্নের ব্যাখ্যা দেখার পর যখন দুশ্চিন্তিত ছিলাম তখন মনে পড়ল বাম পাশে তিনবার থুতু ফেলে আউযুবিল্লাহ পড়ার কথা। স্বপ্নের ব্যাখ্যা জানার পর কারো কাছে প্রকাশ করার পূর্বেই আমি উপরোক্ত কাজ টি করি।
এখন আমার প্রশ্ন হলঃ
১. নিজের স্বপ্নের অর্থ নিয়ে নিজে কিছু ভাবলেই কি তা স্বপ্নের ব্যাখ্যা হয়ে যায়? যদিও তা কারো কাছে প্রকাশ না করা হয়ে থাকে। এক্ষেত্রে স্বপ্নের ব্যাখ্যা জাতীয় কোন বই এর সাহায্য নেয়া হতেও পারে আবার নাও পারে। আমি বুঝাতে চাচ্ছি স্বপ্নের ব্যাখ্যা বই থ্বকে দেখে তেমন টা হবে ধরে নেয়া।
২. উপরোক্ত ক্ষেত্রে আমার স্বপ্ন কি আমি যেমনটা ধরে নিয়েছি সেভাবে বাস্তবায়িত হবে নাকি সেটা কেবল ই একটা দুশ্চিন্তা শয়তানের পক্ষ থেকে? যেহেতু আমি স্বপ্ন কারো কাছে প্রকাশ করিনি এবং অন্য কেউ ব্যাখ্যা করিনি।