আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্ ,
উস্তাদজী ,
প্রশ্ন ১ : কলম ব্যহারের পর কালি শেষ হয়ে গেলে সেটা মূলত কোন হালাতে রাখলে এর তাযীম হবে ?
যেহেতু আল্লাহ্ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এবং যার মাধ্যমে আমি জ্ঞানার্জন করতে পারছি, এর গুরুত্ব ও বেশি ।
সেটা যেখানে সেখানে বা
ডাস্টবিনে ফেললে কি গোনাহ হবে ?
প্রশ্ন ২ : মিসওয়াক করা সুন্নাত , মিসওয়াক শেষ হয়ে গেলে অর্থাৎ যতটুকু থাকতে আর মিসওয়াক করা যায় না , অতটুকু কি করবো ?
যেটা ব্যবহারে আমার সুন্নাহ আদায় হচ্ছে তা কি শেষ পর্যায়ে আসলে যেখানে সেখানে ফেলে দিলে গোনাহ হবে?
প্রশ্ন ৩ : অসতর্কতাবশত কোনো নন -মাহরাম এর সামনে পড়ে গেলে কি গোনাহ হবে ?
প্রশ্ন ৪ : তাফসির ইবনে কাসীর একা একা পড়াটা কতটা যুক্তিযুক্ত জেনারেল ছাত্র-ছাত্রীদের জন্য ?
জাযাকুমুল্লাহু খইরন