আসসালামু আলাইকুম। নামাজের মাঝে ওযু ভেঙে গিয়েছে কিনা অনিশ্চিত হলে নামাজ ছেড়ে ওযু করতে যাওয়ার প্রয়োজন হয় না। তবে কোন ব্যাক্তি যদি অনিশ্চিত থাকায় পুনরায় ওযু না করে নামাজ আদায় করে নেয়, কিন্তু তার অজান্তেই আসলেই ওযু ভেঙে গিয়ে থাকে, সেক্ষেত্রে তার নামাজ কি বাতিল গন্য হবে? বাতিল হওয়ায় তার কোন পাপ হতে পারে?