আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+3 votes
656 views
in সালাত(Prayer) by (4 points)
বহুতল বিশিষ্ট মসজিদে ইমাম যে তলায় দাঁড়ান সে তলায় জায়গা থাকা সত্ত্বেও অন্য তলায় দাঁড়ালে বা কাতার বাধলে জামাত/নামাজ কি শুদ্ধ হবে?

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
উত্তর 
بسم الله الرحمن الرحيم 
,
শরীয়তের বিধান হলো  বহুতল বিশিষ্ট মসজিদে ইমাম যে তলায় দাঁড়ান সে তলায় জায়গা থাকা সত্ত্বেও অন্য তলায় দাঁড়ালে বা কাতার বাধলে তার নামাজ হয়ে যাবে,তবে মাকরুহ হবে।

তাই নিচ তলাতে জায়গা থাকলে সেখানেই নামাজ পড়তে হবে,বিশেষ প্রয়োজনে উপরের তলায় যাওয়া যেতে পারে।  

ফাতাওয়ায়ে তাতারখানীয়াতে রয়েছেঃ 
الصلاۃ علی الرفوف في المسجد الجامع من غیر 
ضرورۃ مکروہۃ، وعند الضرورۃ بأن امتلأ المسجد ولم یجد موضعا یصلي فیہ، فلا بأس  بہ ۔ (الفتاویٰ التاتارخانیۃ ۲؍۲۱۱ رقم: ۲؍۱۹۳ زکریا)
যার সারমর্ম হলো প্রয়োজন ছাড়া মসজিদের উপর তলায় নামাজ পড়া মাকরুহ, হ্যাঁ যদি প্রয়োজন হয়,যেমন নিচ তলাতে জায়গার সংকুলান হচ্ছেনা,অন্য কোনো নামাজের জায়গাও পাওয়া যাচ্ছেনা,তাহলে উপরের তলায় নামাজ পড়তে কোনো সমস্যা নেই।        

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ  
ولو صلی علی رفوف المسجد إن وجد في صحنہ مکاناً کرہ کقیامہ في صف خلف صف فیہ فرجۃ۔ (درمختار مع الشامي    ۲؍۳۱۲ زکریا، درمختار مع الشامي ۱؍۵۷۰ کراچی
যার সরমর্ম হলো নিচতলার বাড়ান্দায় জায়গা থাকা সত্ত্বেও উপরের তলায় নামাজ পড়া তেমনিভাবে  মাকরুহ। 
যেমন  সামনে কাতার ফাকা রেখে পিছনের কাতারে নামাজ পড়া মাকরুহ।     
,
والله أعلم بالصواب 
.
উত্তর লিখনে 
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM      


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 1,805 views
0 votes
1 answer 128 views
...