ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
পশুর সাথে
সঙ্গমকারীর উপর হাদীস শরীফে লানত দেওয়া হয়েছে।
হাদীস শরীফে
এসেছে-
عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله
عليه وسلم…
وَذَكَرَ فِيهِ مَلْعُونٌ مَنْ أَتَى بَهِيمَةً .
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু
আনহু থেকে বর্ণিত। এতে আরো উল্লেখ করেন যে,
ঐ ব্যক্তির উপরও
লানত, যে পশুর সাথে সঙ্গম করে। (সুনানে তিরমিযী,
হাদীস নং-১৪৬২)
অন্য এক হাদীসে
(ধমকী সরূপ ) তাকে হত্যারও নির্দেশ দেওয়া হয়েছে।
হাদীস শরীফে
এসেছে-
عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله
عليه وسلم قال من وقع علي بَهِيمَة فاقتلوه .
ইবনু আব্বাস
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- যে
ব্যক্তি পশুর সাথে সঙ্গম করে তাকে হত্যা
করে ফেলো। (তাযকিরাতুল হুফ্ফাজ,
হাদীস নং-১৪৬২)
★ যদি মৃত
ব্যক্তি ও পশুর সাথে সঙ্গমকালে বীর্যপাত
না হয় তাহলে রোজা ভাঙ্গবে না।
ফাতাওয়ায়ে হিন্দিয়াতে রয়েছে-
وإذا جامع بهيمة أو ميتة أو جامع فيما دون الفرج و لم ينزل لا يفسد
صومه و إن أنزل في هذه الوجوه كان عليه القضاء دون الكفارة هكذا في فتاوي قاضيخان
মর্মার্থ: কেউ পশু বা মৃত
ব্যক্তির সাথে যৌন কাজ করলে অথবা যৌনাঙ্গ ব্যতীত অন্যত্র যৌন সম্ভোগ করলে যদি তার
বীর্যপাত না হয় তবে তার রোযা ভঙ্গ হবে না। আর যদি বীর্যপাত হয় তাহলে তার রোজা
ভেঙ্গে যাবে এবং তার উপর শুধু কাযা ওয়াজিব হবে, কাফ্ফারা নয়।
(ফাতাওয়ায়ে হিন্দিয়াত, ১/২৬৭)
( উল্লেখ্য যে, মৃত
ব্যক্তি ও পশুর সাথে সঙ্গম করা কবীরা
গুনাহের অন্তর্ভূক্ত। যে ব্যক্তি এমন করবে তার কবীরা গুনাহ হবে। তবে যদি মৃত
ব্যক্তি ও পশুর সাথে সঙ্গমকালে বীর্যপাত
না হয় তাহলে রোজা ভাঙ্গবে না। এখানে গুনাহ হওয়া এক জিনিস আর রোজা না ভাঙ্গা আরেক
জিনিস। )
★ স্ত্রীকে চুমু খেলে, কিংবা
স্ত্রীকে স্পর্শ করলে যদি তার বীর্যপাত না হয় তবে তার রোযা ভঙ্গ হবে না।
হাদীস শরীফে এসেছে-
عَنْ أُمّ سَلَمَةَ
قَالَتْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ
উম্মে সালমা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা রাখা অবস্থায় তাকে চুমু খেতেন। (সহীহ
বুখারী, হাদীস নং-৩১৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী
ভাই/বোন!
১. মৃত ব্যক্তি ও
পশুর সাথে সঙ্গম করা কবীরা গুনাহের অন্তর্ভূক্ত। যে ব্যক্তি এমন করবে তার কবীরা
গুনাহ হবে। তবে যদি মৃত ব্যক্তি ও পশুর
সাথে সঙ্গমকালে বীর্যপাত না হয় তাহলে তার রোজা ভাঙ্গবে না। এখানে গুনাহ হওয়া এক জিনিস আর
রোজা না ভাঙ্গা আরেক জিনিস।
‘বীর্যপাত না হলে রোজা ভাঙ্গবে না’ তার দলীল ফাতাওয়ায়ে
হিন্দিয়াতে রয়েছে-
وإذا جامع بهيمة أو ميتة أو جامع فيما دون الفرج و لم ينزل لا يفسد
صومه و إن أنزل في هذه الوجوه كان عليه القضاء دون الكفارة هكذا في فتاوي قاضيخان
মর্মার্থ: কেউ পশু বা মৃত
ব্যক্তির সাথে যৌন কাজ করলে অথবা যৌনাঙ্গ ব্যতীত অন্যত্র যৌন সম্ভোগ করলে যদি তার
বীর্যপাত না হয় তবে তার রোযা ভঙ্গ হবে না। আর যদি বীর্যপাত হয় তাহলে তার রোজা
ভেঙ্গে যাবে এবং তার উপর শুধু কাযা ওয়াজিব হবে, কাফ্ফারা নয়।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২৬৭)
২. স্ত্রীকে চুমু খেলে, কিংবা স্ত্রীকে স্পর্শ করলে যদি তার বীর্যপাত না হয়
তবে তার রোযা ভঙ্গ হবে না।