আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমার কিছু প্রশ্ন ছিল দয়া করে উত্তর দিবেন।
১/ নাপাক কাপড় ধোয়ার নিয়ম কি?
২/ যদি সাধারণ কাপড় এর সাথে মিশিয়ে সাবান দিয়ে ধোয়া হয় তাহলে নাপাক কাপড় কি পাক হবে?
৩/ আমি নিজের সৃষ্ট কাজ এর জন্য অনেক হতাশ থাকি। একসময় গুনাহ করলেও আল্লাহ এর কথা স্মরণ থাকত। কিন্তু এখন তাও ও হয় না। বেপরোয়া ভাবে সব কিছু জেনে বুঝে গুনাহ করে যাই। আমি জানি জাহান্নাম এর শাস্তি অনেক অসহনীয় কিন্তু তাও আমার মনে হয় যে আমার শাস্তি এখন ই শুরু হয়ে গেছে। আমআর মাথায় অনেক সময় আত্মহত্যা এর চিন্তাও আসে কিন্তু এতটা সাহস হয় না। পরকাল কবর হাশর জাহান্নাম এর জ্ঞান থাকা সত্ত্বেও আমি অনেক উদাসীন এবং নিজেকে শুধরাতে পারছি না। আমি কুফর এর চরম সীমায় উপনিত হয়েছি বলে আমার মনে হয়। দুনিয়াবি কাজ গুলোও ঠিক নেই। এক কথায় কোন কিছুই ঠিক নেই। নিজের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা নেই। যেটা ভাল লাগে সেটাই করি। খুব সহজে খারাপ কোন কিছুতে নিমগ্ন হয়ে পড়ি। আমার কি কোনো করণীয় আছে এমতাবস্থায়??
জাযাকাল্লাহু খইরন।