কেউ যদি আল্লাহর পথে ফিরে আসে, নামাজ, রোজা করে, কিন্তু তার নিয়ত হলো যে এতে আল্লাহ সন্তুষ্ট হয়ে তার পছন্দের মানুষটিকে সরিয়ে দিবেন না,
তাহলে কি তার নামাজ রোজা আমল বাতিল হয়ে যাবে?
পূনরায় নামাজ রোজা গুলো কাযা করতে হবে?
নিয়তে গরমিল থাকলে কি করণীয়?‌‌‌‌ঐ নিয়তে যে আমলগুলো করা হয়েছিল সেগুলো পুনরায় কাযা করতে হবে?