আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
572 views
in পবিত্রতা (Purity) by (80 points)
edited by
১) কাপড়ে নাপাকি যদি দৃশ্যমান না হয় তবে কি তা নামায ছাড়া অন্য সময় পড়ে থাকলে সমস্যা হবে? শরীর কি পাক থাকবে?

২) নাপাক কাপড় পরে অজু করলে ওযু হবে?

৩) ৪রাকাত ফরজ নামাযের ৩য় রাকাতে ভুলে বৈঠক করে ফেললে কি করবো? বৈঠক করার সাথে সাথে যদি মনে পরে তখনই কি দাড়িয়ে যাবো? সাহু সিজদা কি এক্ষেত্রে ওয়াজিব হিবে?

৪)কাপড়ে যদি নাপাকি দেখা না যায় অর্থাৎ শুকিয়ে যায়।এমন কাপড় পবিত্র অবস্হায় পড়লে যদি কাপড় একটু ভিজে কিন্তু নিংরালে পানি বের হবে এমন ভিজা না আর একটু ভিজা কাপড় শরীরে লাগা সত্ত্বেও শরীরে কোনো দাগ বা নাপাকী দেখা না যায় তাহলে কি শরীর পাক থাকবে?

1 Answer

0 votes
by (62,670 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

*যারা অপবিত্রতা থেকে বেঁচে থাকে আল্লাহ তায়ালা তাদেরকে পছন্দ করেন।

আল্লাহ তায়ালা বলেন-

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। (সূরা বাকারাহ, আয়াত-২২২)

 

*চার রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাতে  বসার সাথে সাথেই তাকবীর বলে উঠে গেলে সাহু সেজদা দিতে হবে না। তবে যদি তিনবার সুবহানাল্লাহ বলা পরিমান বসে থাকে তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে, এর কম হলে ওয়াজিব নয়।

وتأخير القيام للثالثة بزيادة قدر أداء ركن ولو ساكنا (طحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، باب سجود السهو-376

সারমর্ম: তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোকে কোনো রোকন আদায় করা পরিমাণ দেরী করলে সিজদায়ে সাহু ওয়াজিব হয় (তাহতাবী আলা মারাকিল ফালাহ-৩৭৬; ফাতওয়া তাতারখানিয়া-১/৭২৪ ৩; ফাতওয়া মাহমুদিয়া-১১/৪৮৭)

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

১) কাপড়ে নাপাকি যদি দৃশ্যমান না হয়  তাহলে নামায ছাড়া অন্য সময় পড়ে থাকলে তেমন কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে শরীর পাক থাকলেও কাপড় নাপাক থাকবে। তবে নাপাক কাপড় পরিবর্তন করে সর্বদা পাক কাপড় পরিধান করে থাকাই উত্তম।

 

২) নাপাক কাপড় পরে অজু করলে ওযু হবে।

 

৩) ৪রাকাত ফরজ নামাযের ৩য় রাকাতে ভুলে বৈঠক করে ফেললে বৈঠক করার সাথে সাথে যদি মনে পরে তখনই  দাড়িয়ে যাবেন। বসার সাথে সাথেই তাকবীর বলে উঠে গেলে সাহু সেজদা দিতে হবে না। তবে যদি তিনবার সুবহানাল্লাহ বলা পরিমান বসে থাকেন তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে।

 

৪) হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে শরীর পাক থাকবে।

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 144 views
...