ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে না
وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
অর্থ : আর তাঁর কাছে রয়েছে গায়েবের সকল চাবিকাঠী। তিনি ছাড়া এ বিষয়ে কেউ জানে না। অধিকন্তু তিনি অবগত রয়েছেন স্থলে ও জলে যাকিছু আছে। এমনকি তার অজ্ঞাতে বৃক্ষের একটি পাতাও ঝরে না। না পড়ে মাটির অন্ধকারে কোন বীজ, না কোন ভেজা ও শুষ্ক কিছু; কিন্তু তা সবই রয়েছে সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ। (সূরা আনয়াম, আয়াত নং-৫৯)
আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে না-
قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ نَفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللهُ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِىَ السُّوٓءُ اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ
অর্থ: (হে নবী!) বলুন, ‘আমি আমার নিজের কোন উপকার ও ক্ষতির মালিক নই, তবে আল্লাহ যা চান। তাছাড়া আমি যদি গায়েব জানতাম তবে অধিক কল্যাণ লাভ করতাম। অধিকন্তু আমাকে কোনো ক্ষতিই স্পর্শ করতে পারত না। আমি কেবল একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এমন সম্প্রদায়ের জন্য, যারা বিশ্বাস করে’।(সূরা আ’রাফ, আয়াত নং-১৮৮)
আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে না
عَالِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلٰى غَيْبِه ۤ اَحَدًا , اِلَّا مَنِ ارْتَضٰى مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِه رَصَدًا , لِيَعْلَمَ اَنْ قَدْاَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَاَحْصٰى كُلَّ شَىْءٍ عَدَدًا
অর্থ: একমাত্র তিনিই (আল্লাহ) অদৃশ্যের জ্ঞানী, তাঁর অদৃশ্যের জ্ঞান তিনি কারো কাছে প্রকাশ করেন না। তবে তাঁর মনোনীত রাসূল ছাড়া। এরপর তার সামনে ও পিছনে তিনি প্রহরী মোতায়েন করে দেন। যাতে তিনি জানতে পারেন যে, তারা আপন পালনকর্তার রেসালাতের দাওয়াত পৌঁছিয়েছে কী-না। সর্বোপরি তাদের কাছে যাকিছু রয়েছে, সেগুলো তিনি পরিবেষ্টন করে রেখেছেন। অনন্তর তিনি প্রতিটি বস্তুর গুণে গুণে হিসাব করে রেখেছেন।(সূরা জ্বীন, আয়াত -২৬-২৮)
আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে না
قُلْ اِنْ اَدْرِىْۤ اَقَرِيْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ يَجْعَلُ لَهٗ رَبّىْۤ اَمَدًا عَالِمُ الْغَيْبِ فَلا يُظْهِرُ عَلٰى غَيْبِه ۤ اَحَدًا
অর্থ: হে নবী! বলুন, ‘আমি জানি না তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা কি নিকটবর্তী না এর জন্য আমার পালনকর্তা কোনো দীর্ঘ মেয়াদ নির্ধারণ করবেন। আর একমাত্র তিনিই (আল্লাহ) অদৃশ্যের জ্ঞানী, তাঁর অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না।(সূরা জ্বীন, আয়াত নং-২৫-২৬)
আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে না
وَيَقُولُوْنَ لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّه فَقُلْ اِنَّمَا الْغَيْبُ لِلّٰهِ فَانْتَظِرُوْاۤ اِنّىْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ
অর্থ: আর তারা বলে, ‘তাঁর পালনকর্তার পক্ষ থেকে তার উপর কোনো নিদর্শন কেন নাযিল করা হয় না’? আপনি বলুন, ‘গায়েবের জ্ঞান তো কেবল আল্লাহরই। অতএব, তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম।(সূরা ইউনূস, আয়াত নং-২০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আল্লাহ ব্যতিত কেউ গাইবের খবর জানেনা। সুতরাং উক্ত ব্যক্তির এমনটা বলা কখনো উচিৎ হয়নি।
আপনার ভাইকে সর্বদা নামায পড়কে বলুন। এরা মূলত ব্যবসায়ী।