বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মহিলাদের জন্য সকল রংয়ের পোষাক পড়া জায়েয আছে।পুরুষের জন্য খালিছ লাল এবং হলুদ রংয়ের পোষাক নিয়ে মতপার্থক্য বিদ্যমান রয়েছে। তবে বিশুদ্ধ মতানুযায়ী পুরুষদের জন্যও অনুমতি রয়েছে। তবে শর্ত হলো,মহিলাদের সাদৃশ্য না হওয়া। কিতাবুন-নাওয়াযিল-১৫/৩৩০,ইমদাদুল ফাতাওয়া-৪/১২৫, ফাতাওয়ায়ে রাশিদিয়্যাহ-৫৮৫)
لما فى الشامية ،ج:٦ص:٣٨٥
وكره لبس المعصفر والمزعفر الأحمر والاصفر للرجال مفاده انه لايكره للنساء
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রঙ্গিন বোরকা যদি ঢিলাঢালা হয়,তাহলে আপনি উক্ত আপনি উক্ত ব্যবসা পরিচালনা করতে পারেন। উক্ত বোরকাহ কে ফ্যাশন হিসেবে কেউ ব্যবহার করলে,বা পুরুষকে আকর্ষণ করার নিমিত্তে বোরকাহ পড়লে কিংবা বোরকাহ পড়ে বাহির গেলে এর গোনাহ তারই হবে যে এগুলো করবে। আপনি ব্যবসা করতে পারেন।