আসসালামু আলাইকুম, আমি জানতে চাচাচ্ছিলাম আমার মোটামুটি ৩ ভরি পরিমাণ স্বর্ন আছে, আমার স্বামী তার মটরপার্সের দোকান এর জন্য যাকাত দেয় সাথে আমার স্বর্নএর বিক্রয় মুল্য পরিমাণ যোগ করে যাকাতের টাকা দেয়, এখন প্রশ্ন হচ্ছে আমার কি এই পরিমান স্বর্নের জন্য কুরবানী ওয়াজিব হবে? আমার তেমন কোন নিজস্ব ইনকাম নেই আর গচ্ছিত টাকাও নেই!
আমি যদি আমার ২ মেয়েকে সোনা ১ ভরি করে দিয়ে দেই তাহলেও কি সবারই কুরবানী দিতে হবে? বর্তমান সোনার বাজার দর হিসেবে?
আমার মা এর অবস্থা নিম্নবৃত্ত আর বাবাও বেচে নেই তিনি মাসে খুব সামান্য কিছু আয় করেন কিন্তু তার ২ ভরি মতো সোনা আছে, এখন বর্তমান সোনার মুল্য অনেক বেশি তাহলে কি তাকে যাকাত বা কুরবানী দিতে হবে? দয়া করে উত্তর দেবেন জাঝাকাল্লাহ!!