আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
300 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)

এক জন স্ত্রীলোক তাঁর স্বামীকে পছন্দ করেন না। তবু সংসার করে যাচ্ছেন। এক পর্যায়ে তাদের সম্পর্কের আরো অবনতি ঘটে। ঝগড়া-ঝাটির এক পর্যায়ে স্ত্রীলোকটি স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে “তালাক” আদায় করেছে। এই তালাক কি আরোপিত হবে?

1 Answer

0 votes
by (606,270 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-

قَالَ فِي الرَّجُلِ يُجْبِرُهُ السُّلْطَانُ عَلَى الطَّلَاقِ، وَالْعَتَاقِ، فَيُطَلِّقُ، أَوْ يُعْتِقُ، وَهُوَ كَارِهٌ إنَّهُ جَائِزٌ وَاقِعٌ، وَلَوْ شَاءَ اللَّهُ لَابْتَلَاهُ بِأَشَدَّ مِنْ هَذَا، وَهُوَ يَقَعُ كَيْفَمَا كَانَ، وَبِهِ أَخَذَ عُلَمَاؤُنَا - رَحِمَهُمُ اللَّهُ -، وَقَالُوا: طَلَاقُ الْمُكْرَهِ، وَاقِعٌ سَوَاءٌ كَانَ الْمُكْرِهُ سُلْطَانًا، أَوْ غَيْرَهُ أَكْرَهَهُ بِوَعِيدٍ مُتْلِفٍ، أَوْ غَيْرِ مُتْلِفٍ، وَالْخِلَافُ فِي هَذَا الْفَصْلِ كَانَ مَشْهُورًا بَيْنَ السَّلَفِ مِنْ عُلَمَاءِ التَّابِعِينَ - رَحِمَهُمُ اللَّهُ -
যদি কোনো মানুষকে বাদশা তালাক প্রদানের জন্য বা গোলাম আযাদের জন্য মাজবুর করে নেয়,এবং এই মজবুরির কারণে উক্ত ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়,বা গোলামকে আযাদ করে নেয়,যদি সে তাতে রাজি নয়,তথাপিও তার স্ত্রী তালাক হয়ে যাবে, এবং তার গোলামটি আযাদ হয়ে যাবে। আল্লাহ চাইলে ঐ ব্যক্তিকে এর চেয়ে মসিবতের সম্মুখীন করতে পারেন।সুতরাং মানুষ যতবড় মসিবতের সামনেই দাড়াক না কেন,সে যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়,বা গোলামকে আযাদ করে নেয়,তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে এবং তার গোলাম আযাদ হয়ে যাবে।এটাই আমাদের হানাফি উলামাদের সিদ্ধান্ত। তারা বলে থাকেন যে, কাউকে তালাকের জন্য মজবুর করার পর সে যদি তালাক দেয়,তাহলে তার তালাক পতিত হবে। চায় আপারগ কারী বাদশা হোক বা অন্য কেউ হোক এবং চায় মৃত্যুভয় দেখানো হোক বা না হোক।সর্বাবস্থায় তালাক পতিত হবে।এ মাস'আলা নিয়ে অতীত ও বর্তমানের উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।এমনকি তাবেইনদের সময়ে মতবিরোধ হয়েছিল।
(মাবসুত সারখাসি-২৪/৪০)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
স্ত্রীলোকটি যদি স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে “তালাক” আদায় করে, তাহলে তালাক পতিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...