আসসালামু আলাইকুম ,আমাদের বিয়েটা গোপনে হয়েছিল বাসায় এখনো জানে না আমি বাবার বাসায় থাকি এখনো স্বামি আমাকে নিতে আসবেন বলেছেন পারিবারিক ভাবে বিয়ে করে নিয়ে যাবেন বলছেন, কিন্তু আমার স্বামি আমাকে কয়েক মাস পর পরই বলে যে উনার সংসার এ শান্তি পাব না আমি যেন আমার বাবা মার পছন্দে বিয়ে করে নেই অন্য কোথাও আমার বাবা মাকে আমার পছন্দ আছে বলেছিলাম বিয়ের কথা বলি নি কিন্তু তারা মেনে নিচ্ছে না এখনো আমাদের, আমাকে এখন বাসা থেকে চাকরি করার কথা বলা হচ্ছে এই ছেলেকে বিয়ে করতে চাইলে্‌...আমার স্বামি আবার আমি যদি কোন ভুল করি তাইলেও এরকম কথা বলেন যে আমি যেন আমার যা খুশি তাই করি আমি মুক্ত আমি যেন উনাকে মুক্ত করে দেই কিন্তু এসব বলার কিছুদিন পরে আবার সব স্বাভাবিক হয়ে যায় কথাবারতা বলেন আবার স্বাভাবিক ভাবে, আমি এখানে কিছু প্রশ্ন উত্তরে দেখেছি তালাকের নিয়াত সহ এরকম বাক্য বলাতেও নাকি এক তালাক হয়ে যায়? কিন্তু উনার তালাক এর নিয়াত ছিল না কিন্তু রাগের মাথায় আমাকে ভয় দেখানোর জন্যই কিনা এরকম বলে হয়তো, কিন্তু কয়েক মাস পর পরই বলেন যে এরকম বাক্য তাই ভয় পাচ্ছি, আমাকে সেপ্টেম্বর এ নিতে আসবেন আমার স্বামি বলেছিলেন কিন্তু গত পরশু আমি একটু ভুল করে ফেলি উনার সাথে একটু আমাকে নেয়ার জন্য উনাকে তাড়া দিয়ে উনাকে বেশি অস্তির করে ফেলছিলাম তাই উনি রাগে আমাকে বলেছেন আমি যেন বাবা মার কথা মত বিয়ে করে নেই উনার সাথে থাকার আগেই আমি এরকম অস্থির হচ্ছি পরে না জানি কি করি তাই রাগ হয়ে এরকম বলেছেন, আমি দুইদিন ধরে খুব চেষ্টা করে যাচ্ছি উনার সাথে ফোন মেসেজ এ যোগাযোগ করতে, আমাদের বিয়ে হয়েছে ৫ বছর বাসায় জানেও না আমি অন্য কাউকে বিয়ে করলে মন থেকে মানতেও পারব না কখনো, বাসায় তো এই বিয়ের কথা বলতেও পারব না আবার এইটা লুকানোও সম্ভব না অন্য কাউকে মানতেও পারব না আমি, ভেবেছি একা থাকব কিন্তু মেয়ে হয়ে সমাজে একাও তো থাকা যায় না মাহরাম ছাড়া, আমার এখন কি করা উচিত? আর তালাক এর নিয়াত ছিল কি ছিল না উনার বুঝব কি করে? আর কয়েক মাস পর পরই যে বছরে বেশ কিছুবার এরকম কথা বলে থাকেন এতে কি তালাক হয়ে যাবে? আর এরকম বাক্য এত বার বলাতে প্রতি বার এক তালাক এক তালাক করে হয়ে হয়ে কি তিন তালাক হয়ে গেছে পুরুপর? নিয়াত তো ছিল না হয়তো, খুব ভয় লাগছে আমার, তিন মাস ইদ্দত এর আগেই সব মিট্মাট হয়ে আবার স্বাভাবিক কথা বলতেন উনি সব সময় এসব বাক্য বলার পরেও্‌ আশা করি সঠিক পরামর্শ দিবেন।কি করা উচিত? জাযাকাল্লাহু খাইরান