আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শায়েখ,
(১) কমোডের নিচ থেকে আসা নাপাক পানি ও প্রস্রাবের ছিটা-ফোঁটা যদি বদনায় লেগে যায়, আর তা যদি অসাবধানতাবশত না ধোয়া হয়, তাহলে তা স্পর্শের পর হাত না ধুয়েই ভেজা হাতে পানির ট্যাপ, জামাকাপড়, বই খাতা, চেয়ার- টেবিল... এভাবে বাসার অনেক জিনিসই স্পর্শ করা হয়েছে। এতে নাপাকি লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু কোথায় লেগেছে, কতটুকু লেগেছে, তা তো বুঝতে পারছি না। এখন এগুলো ধোয়া তো বেশ জটিল। এক্ষেত্রে করণীয় কী? এগুলো কি পাক ধরতে পারব?
(২) কোনো ভেজা জিনিসের উপর নাপাকি বা নাপাকি ধোয়ার পানির ছিটা পড়লে শুধু ওই জায়গায় ধুলেই হবে, নাকি পুরো জিনিসটাই ধুতে হবে?
এগুলো কি শয়তানের ওয়াসওয়াসা?
জাযাকুমুল্লাহু খাইরান