আসসালামুলাইকুম শায়খ।
আমি ফার্মেসীতে অধ্যয়নরত একজন ছাত্র।আমাদের জব সেক্টরের মধ্যে অন্যতম হলো,বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ঔষধ উৎপাদন, পক্রিয়াজাতকরন,গবেষনা,মার্কেটিং ইত্যাদি।
এরমধ্যে অধিকাংশ ঔষধ ইসলামিক ভাবে বৈধ।কিন্তু কিছু ঔষধের ওভারডোজ নেশার সৃষ্টি করে।এসব ঔষধ রেগুলেটরি অথোরটির নিয়ম অনুযায়ী,প্রয়োজনে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যাবহার করা হয়।সাধারন মানুষের ডাক্তারের প্রেসক্রিপসন ব্যাতিত ব্যাবহারের অনুমতি নাই।
যেহেতু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রোগ নিরাময়ের জন্য এসব ঔষধ ও তৈরি করে।
তাই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির বিধান সম্পর্ককে জানতে চাচ্ছি।এখানে চাকরি করলে কী উপার্জন হালাল হারাম মৃশ্রিত হবে?