আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
236 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (10 points)
কোনো নিঃসন্তান দম্পতি যদি কাউকে সন্তান হিসেবে দত্তক নেয় তাহলে এই দম্পতির অবর্তমানে উত্তরাধিকারী হিসেবে কি দত্তক নেওয়া সন্তান সকল সম্পত্তির মালিক হবে?
by (573,960 points)
উত্তরের প্রস্তুতি চলছে,,,,,, 

1 Answer

0 votes
by (573,960 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান অনুযায়ী সম্পদের উত্তরাধিকার শুধু তিন ধরনের ব্যাক্তিরাই হয়।
(০১) নসব,বংশ তথা নিজ আত্মীয় স্বজনেরা উত্তরাধিকার হয়।   
(০২) বৈবাহিক সম্পর্ক  থাকার কারনে পায়,যেমন স্ত্রী তার স্বামী মারা যাওয়ার পর তার সম্পদ থেকে পায়।
(০৩) আলওয়ালা।  অর্থাৎ মৃত ব্যাক্তি যদি বেচে থাকতেই নিজের কাউকে তার (আংশিক বা সমস্ত) দিয়ে যায়,অথবা তাকে সম্পদ দেওয়ার জন্য অছিয়ত করে যায় তাহলে তার তিন ভাগের এক ভাগ সম্পত্তি থেকে তাকে সম্পদ দিয়ে ওছিয়ত পূরন করা হবে ।
,
সুতরাং প্রশ্নেউল্লেখিত নিঃসন্তান দম্পতি মারা গেলে  দত্তক নেওয়া সন্তান উত্তরাধিকার হবেনা।
বরং ঐ দম্পতির আত্মিয় স্বজনরাই উত্তরাধিকার বলে তার সম্পত্তি পাবে।
,  
হ্যাঁ যদি মৃত ব্যাক্তি  তাকে কিছু সম্পদ দিয়ে যায়,বা অছিয়ত করে যায়, তাহলে সে সম্পদ পাবে।
(তাকমিলাতু ফাতহিল মুলহিম ২/৭৫ 
কিতাবুন নাওয়াজেল ১৮/৩৮৭)

ফাতাওয়ায়ে আলমগীরিতে আছেঃ 
ویستحق الإرث بإحدیٰ خصال ثلاثٍ: بالنسب: وہو 
۔القرابۃ، والسبب: وہو الزوجیۃ والولاء۔ (الفتاویٰ الہندیۃ / أول کتاب الفرائض ۶؍۴۴۷) 
সম্পদের উত্তরাধিকার শুধু তিন কারনেই পায়।
(০১) নসব,বংশ তথা আত্মীয়তা।   
(০২) বৈবাহিক সম্পর্ক। 
(০৩) আলওয়ালা।  
,
والله أعلم بالصواب 
উত্তর লিখনে 
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM       


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...