ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
উপরোক্ত আলোচনা দ্বার বুঝতে পারলাম।
যদি শরীয়ত সম্মত বিউটি পার্লার হয় তাহলে শুধুমাত্র স্বামীকে খুশী করার জন্য বিউটি পার্লার থেকে বৈধ অস্থায়ী সাজগোছ যেমন ক্রিম ইত্যাদি দিয়ে সাজা বৈধ আছে।
এক্ষেত্রে ৩টি জিনিষ অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে।
১/বিউটি পার্লার শরীয়ত সম্মত হতে হবে।
২/বৈধ সাজগোছ করতে হবে।
৩/শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করার জন্য হতে হবে।
ক্রিম,লোশন ইত্যাদি হালাল কসমেটিক সামগ্রী ব্যবহার করা যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) মেয়েরা কি স্বামীর সন্তুষ্টির জন্য লিপস্টিক দিতে পারবে।
(২) তাবলীগ জামাত সহীহ।
(৩) সফরের নামাযকে যদি ত্রুতিপূর্ণ অবস্থায় পড়া হয়, এবং পরবর্তীতে ওয়াক্তের ভিতরেই সুযোগ মিলে, তাহলে পূনরায় পড়া হচ্ছে, সেই নিয়তে পড়তে হবে। আর যদি ওয়াক্ত চলে যায়, তাহলে কাযা পড়া হচ্ছে সেই নিয়তেই পড়তে হবে। আর কসরের নামায পড়তে হবে। কেননা এগুলো সফর অবস্থায়ই ফরয হয়েছিল।