আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
322 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (87 points)
Assalamualaikum wa rohmatullahi wa batokatuhu. Banglay type na korte paray dukkhito. Amar kichu proshno ache. Doya kore janaben.

1/ hurmot ki? E bepare kichui jani na,ami ekdom notun ei shobdotir sathe tai bistareeto ja ja jana dorkar bolben doya kore.

2/ hurmot er khetre shorto ki ki ? Eta kibhabe hoy?

3/ hurmot hole ki koronio?

4/ hurmot er sathe ki tawba-gunah-kaffara somporkito naki bibaher khetre eti projojjo?

5/ hurmot ki icchakrito naki oniccjay korlew  hoye jay?

6/ Foroz namaj e sijdah ba sesh boithok e ki arbi bhasay(quran hadis er) dua kora jay?

7/ onek somoy e sesh boithok dua er somoy jodi mome na thake ortho tahole ki somossa hobe?

8/ ekamot er uttor dewar poripurno niyom ebong fozilot doya kore janaben.

9/ Geebot korechi kintu sorasori maf chete parchi na se ki bhabbe ei chinta kore. Tader jonno dua korle allah er kache maf cheye nile hobe ki?

Jajakallahu Khairan.
by (601,620 points)
আগামিতে বাংলায় লিখার চেষ্টা করবেন। জাযাকাল্লাহ। 

1 Answer

0 votes
by (601,620 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) হুরমত সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1234

(২)উপরোক্ত লিংকে আমরা হুরমতের শর্ত সম্পর্কে বলেছি যে,
হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে।
শর্তগুলো হল,
১–
সরাসরি খালি গায়ে বা এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।
২–
স্পর্শ করলে পুরুষ মহিলা যেকোন একজনের উত্তেজনা অনুভুত হওয়া।
পুরুষের উত্তেজনা অনুভূত হওয়ার লক্ষণ হল গোপনাঙ্গ দাঁড়িয়ে যাওয়া, আর পূর্ব থেকে দাঁড়িয়ে থাকলে স্পর্শ করার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়া।
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1234

(৩)হুরতম হলে যার সাথে হুরমত হবে,তার সাথে বিবাহের মত সম্পর্ক হয়ে যাবে।সুতরা তার উসূল ফুরুকে বিয়ে করা যাবে না।যেমন স্ত্রীর মাকে বা কন্যাকে বিয়ে করা যায় না।

(৪) হুরমত  হয়ে গেলে যার সাথে হুরমত হবে, তার উসূল ফুরুকে বিয়ে করা যাবে না।যেমন স্ত্রীর মাকে বা কন্যাকে বিয়ে করা যায় না। এবং বিবাহ বহির্ভুত হুরমত হওয়ার জন্য অবশ্যই তাওবাহ করতে হবে। 

(৫) হুরমত হওয়ার জন্য ইচ্ছাকৃত হওয়া শর্ত নয়, বরং অনিচ্ছায় হলেও হুরমত প্রতিষ্টা হবে। 

(৬) নামাযে দুআ করার বিধান জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/185

(৭) না কোনো সমস্যা হবে না। 

(৮) আজানের উত্তর যেভাবে দেয়া হয়, ইকামতের উত্তরও সেভাবে দেয়া হবে। শুধুমাত্র কাদ-কা মাতিস-সালাহ এর জবাবে বলা হবে, ‘আকামাহাল্লাহু ওয়া আদামাহ’ অর্থাৎ আল্লাহ তা প্রতিষ্ঠিত রাখুন এবং তা চিরস্থায়ী করুন। ইকামতের জবাব দেয়া মুস্তাহাব। 

عَنْ أَبِي أُمَامَةَ، أَوْ عَنْ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ بِلَالًا أَخَذَ فِي الْإِقَامَةِ، فَلَمَّا أَنْ قَالَ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَالَ: النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا» وَقَالَ: فِي سَائِرِ الْإِقَامَةِ كَنَحْوِ حَدِيثِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي الْأَذَانِ (سنن ابى داود، كتاب الصلاة، باب ما يقول اذا سمع الاقامة-1/78، رقم الحديث-528)
وفى الفتح القدير أن إجابة الإقامة مستحبة وفى غيره أنه يقول إذا سمع قد قامت الصلاة: اقامها الله وأدامها، (البحر الرائق-1/259)
ويجيب الإقامة ندبا إجماعا كالأذان ويقول عند قد قامت الصلاة أقامها الله وأدامها، (الدر المختار مع رد 

(৯) তার কাছে ক্ষমা চাওয়ার সর্বোচ্ছ চেষ্টা করতে হবে। নিতান্তই অপারগ হলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উত্তম, এবং যথাসম্ভব তার নামে কিছু সদকাহ করে দেয়াই উত্তম। সর্বোপরি এ বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (601,620 points)
সংশোধন ও সংযোজন করা হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...