ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
এসাইন্টমেন্ট যা বিশ্ববিদ্যালয় কর্তৃক ছাত্রদের জন্য নির্ধারিত থাকে,তা ছাত্রদের মেধা যাচাই ইত্যাদির জন্য নির্ধারণ করা হয়,বিষয়টা যখন এমন তাই উক্ত এসাইন্টমেন্টকে ছাত্ররা নিজেরাই করবে।
অন্যকোথাও থেকে তা লেখিয়ে আনা যাবে না।কোথাও থেকে কপি করা যাবে না।
সুতরাং যদি কেউ গোগল থেকে কপি করে নেয় তাহলে তা ধোকা হবে।এবং কারো নিকট থেকে লাখিয়ে আনাও যাবে না।চায় টাকার বিনিময়ে হোক বা এমনিতেই হোক।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
মোটকথা,
যদি প্রতিষ্টান কর্তৃক নিয়ম থাকে যে, উক্ত এসাইনমেন্টকে করতে যেয়ে গুগল করা যাবে,অন্যর সাহায্য গ্রহণ করা যাবে,অনলাইন বা কেনো কিতাব থেকে কপি করা যাবে,তাহলে উক্ত এসাইনমেন্ট বা পরীক্ষা দিতে গিয়ে দেখাদেখি করা যাবে।কেননা পরীক্ষা মূলত মেধা যাচাই ও লেখাপড়া ঠিকমত হচ্ছে কি না? সেটাকে যাচাই বাচাই করার জন্যই হয়ে থাকে।
আর যদি নিয়ম থাকে যে, যে কোনো জায়গা থেকে কালেক্ট করা যাবে, তাহলে যে কোনো জায়গা থেকে কালেক্ট করা যাবে।