আসসালামু আলাইকুম শাইখ। আমার একটা প্রশ্ন আছে অনুগ্রহপূর্ক সমাধান দিবেন।
বর্তমানে লাইক নামের একটি অ্যাপ এর মাধ্যমে টাকা উপার্যন করা হচ্ছে। যেখানে শুধু বিজ্ঞাপন প্রমোট করা হয়ে থাকে। কোনো ভিডিও দেখার প্রয়োজন হয় না। ভিডিওগুলো বেশিরভাগ কোনো না কোনো গেইম এর আবার কোনো কোনো টা কোনো মুভির অংশও, রান্না বান্না ও হয়। তবে বেশিরভাগই গেইম এর হয়ে থাকে। গেইম এর ভিডিওগুলোতে কোনো খারাপ দৃশ্য থাকে না। এমতাবস্থায় আমরা যদি ভিডিও গুলো না দেখেই টাকা উপার্জন করি তা কি হালাল হবে?