ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
মানুষ জীবিত হোক বা মৃত হোক সর্বদা মানুষকে সম্মান
করতে হবে,তাকে অপদস্থ করা যাবে না ।
মূত্যু পরবর্তী জানাযা সম্পন্ন হওয়ার পর মানুষকে দাফন করাই আল্লাহর বিধান। এমনকি লাশের
যে অংশকে পাওয়া যাবে তাকেও দাফন করা।
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻟَﻘَﺪْ ﻛَﺮَّﻣْﻨَﺎ ﺑَﻨِﻲ ﺁﺩَﻡَ
নিশ্চয় আমি আদম সন্তানকে
মর্যাদা দান করেছি।(সূরা বনী ঈসরাঈল-৭০)
মৃত ব্যক্তির সম্মান
ও মর্যাদা রক্ষা করা জরুরি।
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ
اللّهِ ﷺ قَالَ: كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِه حَيًّا
আয়িশাহ্ (রাঃ) হতে
বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেনঃ মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা,
জীবিতকালে তার হাড়
ভাঙারই মতো। (আবূ দাঊদ ৩২০৭ )
আবদুল্লাহ ইবনে মাসউদ
রা. বলেছেন, কোনো মুমিন ব্যক্তিকে তাঁর
মৃত্যুর পর কষ্ট দেওয়া তেমনই যেমন জীবিত অবস্থায় তাকে কষ্ট দেওয়া। (মুসান্নাফে ইবনে
আবী শাইবা, হাদীস : ১১৯৯০)
★সুতরাং মেডিকেল শিক্ষার্থীরা পড়ালেখার কাজে মানব
কঙ্কাল ব্যবহার করা নাজায়েজ।
এতে মৃত দেহকে কষ্ট
দেওয়া ও তার অবমাননা করা হয়।
তারা বিকল্প পদ্ধতি
অবলম্বন করতে পারে।
যেমন ছবির মাধ্যমে
শিখতে পারে,বা অন্য কিছু দিয়ে সেইরকম
কোনো কংকালের মতো কিছু তৈরী করে সেটা ব্যবহার করতে পারে।
আরো বিস্তারিত জানুন
-https://ifatwa.info/14298/
★মানব অঙ্গ-প্রত্যঙ্গের অন্য কোনো অংশ ক্রয়-বিক্রয়
করা ইসলামী শরিয়তে হারাম ও নিষিদ্ধ।
আরব-অনারবের কোনো
আলেম এ মাসআলার ক্ষেত্রে দ্বিমত পোষণ করেননি। সবার ঐকমত্যে মানব অঙ্গ বেচাকেনা করা
হারাম।
কারণঃ
★বেচাকেনা বৈধ হওয়ার জন্য বস্তুর মালিকানা স্বত্বের
অধিকারী হওয়া অপরিহার্য। ইসলামী শরিয়ত মতে মানুষ তার দেহের মালিক নয়। বরং এটি আল্লাহর
পবিত্র আমানত। তার মালিকানা বহির্ভূত বস্তু ক্রয়-বিক্রয় করা ও দান করা হারাম।
★মানুষ 'আশরাফুল মাখলুকাত'। তাই তার অঙ্গ-প্রত্যঙ্গও অত্যন্ত সম্মানিত বস্তু।
কাজেই সাধারণ খেলনা ও পণ্য সামগ্রীর মতো মানব অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয় করা নিষিদ্ধ।
আরো বিস্তারিত জানুন
– https://www.ifatwa.info/1183/
আরো বিস্তারিত জানুন
– https://ifatwa.info/8056/
সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনী ভাই/বোন!
প্রশ্নোক্ত ক্ষেত্রে মানব কঙ্কাল বিক্রয় করা কোন অবস্থায় আপনার জন্য
জায়েজ হবে না । সুতরাং আপনি উক্ত কঙ্কালটি মাটিতে দাফন করে ফেলবেন । বিক্রি বা কাউকে
দান করতে পারবেন না।