১। ফরজ গোসলের পরে পা ধুয়ার সুন্নত নিয়ম কি? (যেমন আমি ওয়াসওয়াসায় ভুগি যে, পায়ের উপরে পানি ঢাললে পায়ের নিচে পানি কিভাবে যাবে,,সেজন্য আমি এক পা ধুইতে ধুইতে এক বালতি পানি লেগে যায়,,তাই পা ধোয়ার সুন্নত নিয়ম টা কি?)
২। আমি এখনো ফরজ গোসলে ২ ঘন্টা সময় লাগানো ছাড়তে পারি নাই। আমার কি করা উচিত, এখনো ২ ঘন্টা লাগে ফরজ গোসলে?
(আমি যখন নাপাক কাপড় ধুইবো, আর লজ্জাস্থান থেকে নাপাকি ধুইবো, সেই ধোয়া পানি পা বেয়ে, ফ্লোরে ছিটকে গিয়ে বদনায়,,বাথরুমের ওয়ালে পড়ে আরোও অন্যান্য জায়গায় পড়ে---এই যে নাপাক ধুয়ার সময় ছিটা পানি লাগে,, এগুলায় কি সমস্যা হবে?)