ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
মাযহাব পরিবর্তন কোনো ছেলে খেলা নয়।বরং দলীলের বিশুদ্ধতা সম্পর্কে কেউ অবগত হলে এবং সে সম্পর্কে কেউ নিশ্চিত হলে সে মাযহাবকেদ পরিবর্তন করতে পারবে। যেমন ইমাম তাহাবী রাহ মাযহাব পরিবর্তন করে হানাফি মাযহাবে এসেছিলেন। বিশেষ কোনো সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য করে মাযহাবকে পরিবর্তন করা যাবে না। জায়েয হবে না।তখন সেটা প্রবৃত্তির অনুসরণ হয়ে যাবে।
(২)
আপনার জন্য মাযহাব পরিবর্তন জায়েয হবে না।কেননা আপনি দলীল প্রমাণ সম্পর্কে তেমন জানেন না।
(৩)
না, আমরা হানাফি ফিকহ অনুযায়ী ব্যখ্যা বিশ্লেষণ করে থাকি।
(৪)
আপনার জন্য মাযহাব পরিবর্তনও জায়েয হবে না।
(৫)
হানাফি মাযহাব অনুসারীর হুরমত প্রমাণিত হবে।তবে শাফেয়ী মাযহাব অনুসারীর জন্য হুরমত প্রমাণিত হবে না।