ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
খেলাফত প্রতিষ্টার পদক্ষেপ গ্রহণ করা ফরযে কেফায়া।অর্থাৎ কিছু সংখ্যক আদায় করে নিলে সবার উপর থেকে ফরয আদায় হয়ে যাবে।নতুবা সবাই গোনাহগার হবে।
যেভাবে সম্ভব সেভাবেই মুসলমানদেরকে অগ্রসর হতে হবে।যদি দাওয়াহর মাধ্যমে সম্ভব হয়, তাহলে দাওয়াহর মাধ্যমে খেলাফত প্রতিষ্টা করা ফরয।যদি গণতন্ত্র ব্যবস্থা ব্যতীত খেলাফত প্রতিষ্টার ভিন্ন কোনো রাস্তা না থাকে,তাহলে এই গণতন্ত্রের মাধ্যমেই খেলাফত প্রতিষ্টা করা ফরয। গণতন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1540 আল্লাহ-ই ভালো জানেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
খেলাফত প্রতিষ্টা করার দায়িত্ব পুরুষদের। মহিলাদের দায়িত্ব নয়। সুতরাং মহিলাদের জন্য সংগঠন করাও ফরয নয়। হ্যা, জাতি গঠনে এবং নারীদের মাধ্যমে তাদের স্বামীর মন-মানষিকতা গঠনে নারীরা ভূমিকা রাখতে পারে। তাই বলে মিথ্যা বলে বাসা থেকে বাহিরে যাওয়া এবং মাহরাম ব্যতিত কোথাও একত্রিত হয়ে বক্তব্য দেওয়া ও শ্রবণ করা করাও কখনো জায়েয হবে না।