বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) সে টাকা জমিয়ে প্রথমে হজ্ব করবে। যদি উমরাহ করে নেয়, তাতেও কোনো সমস্যা হবে না। তবে উত্তম হল, হজ্ব করার জন্য টাকা জমানো এবং টাকা জমিয়ে হজ্ব করা। কেননা হজ্বের মাধ্যমে গোনাহ মাফ হয়। এবং হজ্বের সওয়াব অনেক বেশী।
(২) সময়বেধে পরিস্থিতি অনুযায়ী বিয়ে করা ফরয। এবং বাসস্থান তৈরী করা অত্যান্ত জরুরী। তাই প্রথমে বিয়ে করতে হবে। এবং তারপর বাসস্থান তৈরী করতে হবে। তারপর হজ্বের জন্য চেষ্টা করতে হবে।
রাসূলুল্লাহ সাঃ বলেন,
(يَا مَعْشَرَ الشَّبَابِ ، مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ ، وَأَحْصَنُ لِلْفَرْجِ ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ)
হে যুবকদের দল! তোমাদের মধ্যে যারা সামর্থবান,তারা যেন বিয়ে করে নেয়।কেননা বিয়ে চক্ষুকে নিচু রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।আর যাদের বিয়ের সামর্থ্য নেই তারা যেন রোযা রাখে।কেননা রোযা ঢাল স্বরূপ।(সহীহ বোখারী-১৯০৫,সহীহ মুসলিম-১৪০০)