ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) জ্বী, আপনার কোনো প্রকার গোনাহ হবে না। এবং এর জন্য আপনাকে কোনো প্রকার কাফফারাও দিতে হবে না।
(২) কতক্ষণ নফল ইবাদত করা লাগবে, সেই সময়কে নির্ধারণ করা লাগবে না। বরং যতক্ষণ সম্ভব ততক্ষণই নফল ইবাদত করা যাবে। আপনি এভাবে ইতিকাফের নিয়ত করে বসতে পারবেন।
(৩) না, তাকে avoid করে চললে আপনার কোনো গোনাহ হবে না। কেননা সে আপনার ব্যাপারে মিথ্যা কথা বলেছে। এজন্য তাকে avoid করার আপনার অধিকার থাকবে। আপনি তাকে avoid করতে পারবেন। তবে তার নামে গীবত করতে পারবেন না।
(৪) কেউ একজন পরিপূর্ণ পর্দা করে। যদি কোনো পুরুষ ভুলে তাকে দেখে ফেলে, তাহলে মহিলাটির এজন্য কোনো গুনাহ হবে না।
(৫) যথা সম্ভব নামায পড়তেই হবে। নামায কাযা করার কোনো সুযোগ নাই।
(৬) ভুলক্রমে বা ঘুমের কারণে কোনো নামায ছুটে গেলে তার জন্য অবশ্যই তাওবাহ করতে হবে।
(৭) না, আগের নামাযকে আর দোহড়াতে হবে না।
(৮) নিজের আখলাক, ব্যবহার - আচরণ সুন্দর করার জন্য কুরআন এবং হাদীসের সমস্ত বিধি-বিধানকে মেনে চলতে হবে। এরজন্য সবচেয়ে উপকারী মাধ্যম হল, কোনো নেককারের সংস্পর্শ গ্রহণ করা।
তাকী উসমানী দাঃবাঃ লিখিত “ইসলাম এবং আমাদের জীবন।” কিতাবখানা আপনি পড়তে পারেন। এবং ইমাম গাজ্জালি রাহ লিখিত ”মুসলিম চরিত্র” কিতাবখানাও আপনি পড়তে পারেন।