ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ে শাদীর মূল মাকসাদ শুধুমাত্র আনন্দ ফুর্তি নয়।বরং বিয়ে শাদীর প্রধান ও গুরুত্বপূর্ণ মাকসাদ হল,সন্তান জন্ম দেয়া ও নবীর উম্মত বাড়ানো।তাই বিনা প্রয়োজনে এমনটা করা যাবে না।বরং সর্বদা নির্দিষ্ট রাস্তায়ই সহবাস করতে হবে।হ্যা বিশেষ প্রয়োজনে পরস্পর পরস্পরের মাধ্যমে হস্তমৈথুনের অনুমোদন ও রুখসত রয়েছে।এ রুখসত শুধুমাত্র প্রয়োজন পর্যন্ত।এটাকে আম হুকুম ভাবা যাবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/6013
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিশেষ প্রয়োজনে স্বামী তার স্ত্রীর যোনিপথে আঙুল দিয়ে বীর্যপাত করাতে পারবে।এটা স্বামীর জন্য জায়েয রয়েছে। তবে সাধারণত এর অনুমোদন থাকবে না।
(২) স্ত্রীর দুধ পান করা হারাম। এমনকি স্ত্রীর স্তনে হাত বুলিয়ে দুধ বের করাও জায়েয হবে না।
(৩) হ্যা, স্বামী তার স্ত্রীর স্তনে মুখ দিতে পারবে, তবে দুধ পান করতে পারবে না।
(৪) এটা অযথা কাজ। এতে অমূল্য সম্পদকে অযথা নষ্ট করা হবে। তাই এমনটা করা কখনো উচিৎ হবে না।
(৫) বিশেষ প্রয়োজনে করাতে পারবে। যেমন স্ত্রীর মাসিক হলে বা স্ত্রী গর্ভবর্তী হলে। অন্যথায় এমনটা করা যাবে না।
(৭) সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমী। এবং সর্বাবস্থায়-ই মাকরুহে তাহরিমী-ই।