বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার প্রশ্নটি পরিস্কার নয়।আমরা আপনার প্রশ্ন থেকে যা বুঝতে পেরেছি, সেই আলোকে বলছি,
হাদীস শরীফে এসেছে-
يَا عَمَّارُ إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ: مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ وَالْقَيْءِ وَالدَّمِ وَالْمَنِيِّ
আম্মার বিন ইয়াসার রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-নিশ্চয় ৫টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা-১-পায়খানা, ২-প্রশ্রাব, ৩-বমি, ৪-রক্ত, ৫-বীর্য। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪৫৮}
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
পাক-পবিত্র পানির মধ্যদিয়ে দিয়ে নাপাক পা দিয়ে হাটা হয়,এবং পায়ের নাপাকি দূর হওয়ার পূর্ণ ইয়াকিন-বিশ্বাস থাকে, তাহলে আপনার পা সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবে।