জবাব
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান মতে মহিলাদের জন্য হাত,পা,চেহারাও পর্দার অন্তর্ভুক্ত।
বিধায় হাতে মেহেদী থাক,বা না থাক,সব ছুরতেই মহিলাদের জন্য পরপুরুষ এর সামনে হাত প্রদর্শন জায়েজ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাহা আপলোড করাও জায়েজ নেই।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে মহিলার গুনাহ হবে।
,
রাসুলুল্লাহ সাঃ যে পর্দার আড়াল থেকে কোনো সাহাবার হাত দেখেছিলেন,এটি বাইয়াতের জন্য।
আর এটি রাসুলুল্লাহ সাঃ এর সাথেই খাছ তথা নির্দিষ্ট।
,
হাদিসটি হলোঃ-
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ الصُّورِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا مُطِيعُ بْنُ مَيْمُونٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ عِصْمَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ أَوْمَتِ امْرَأَةٌ مِنْ وَرَاءِ سِتْرٍ بِيَدِهَا كِتَابٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَبَضَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ فَقَالَ " مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ أَمْ يَدُ امْرَأَةٍ " . قَالَتْ بَلِ امْرَأَةٌ . قَالَ " لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ " . يَعْنِي بِالْحِنَّاءِ .
মুহাম্মল (রহঃ) ........ আঈশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা একজন মহিলা পর্দার পেছন থেকে ইশারা করেন, যার হাতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম –এর কাছে লেখা একটি চিঠি ছিল। এ সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত টেনে নেন এবং বলেনঃ আমি জানি না, এটি কি কোন পুরুষের হাত, না মহিলার হাত? সে মহিলা বলেঃ এটি মহিলার হাত। তখন তিনি বলেনঃ যদি তুমি মহিলা হতে, তবে অবশ্যই তুমি তোমার নখে মেহেদী দ্বারা রঙিন করতে।
(আবু দাউদ ৪১১৯,নাসায়ী।)